বাংলার রাজ্যপাল সিভি আনন্দ বোস। —ফাইল চিত্র।
খোদ রাজ্যপালের নাম করে অনলাইনে প্রতারণার ফাঁদ পাতা হচ্ছে! ফোন-ইমেল মারফত রাজভবন থেকে নানা সুযোগ-সুবিধা পাইয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিচ্ছেন অজ্ঞাতপরিচয় প্রতারকেরা। প্রতারকের ফাঁদে যাতে কোনও ভাবে কেউ পা না দেন, সে জন্য সতর্ক করল রাজভবন। মঙ্গলবার রাজভবন থেকে বিবৃতি দিয়ে জানানো হল, এমন ইমেল বা ফোন পেলে কী করবেন।
রাজভবন সূত্রে খবর, তাদের কাছে বেশ কয়েকটি অভিযোগ এসেছে। মিল একটাই— রাজ্যপাল সিভি আনন্দের নাম নিয়ে তাঁর প্রতিনিধি বলে পরিচয় দিচ্ছেন কেউ বা কারা। ফোন এবং ইমেলে যোগাযোগ করে তাঁরা রাজভবন থেকে নানা সুবিধা পাইয়ে দেওয়ার কথা বলছেন। বিনিময়ে মোটা অঙ্কের টাকা চাওয়া হচ্ছে। রাজভবন থেকে পরিষ্কার করে দেওয়া হয়েছে, এমন কোনও ফোন বা ইমেল সেখান থেকে করা হচ্ছে না। করার প্রশ্নই নেই। রাজ্যপালের নাম নিয়ে সমাজমাধ্যমেও এমন প্রতারণার চেষ্টা হচ্ছে। কোনও সাইবার প্রতারক বা প্রতারকেরা রাজ্যপালের নাম নিয়ে প্রতারণার চেষ্টা করছেন। তাই এমন কোনও ফোন বা ইমেল পেলে মানুষ যেন সতর্ক থাকেন, প্রতারণার ফাঁদে পা না দেন।
রাজভবন থেকে এ-ও বলা হয়েছে, রাজ্যপালের অফিস থেকে কেউ যোগাযোগ করছেন বললে ভাল করে তাঁর নাম-পরিচয় যেন জেনে নেন প্রাপক। ফোনে এমন প্রতিশ্রুতি দিলে সাবধান থাকতে হবে। কোনও ভাবেই ব্যক্তিগত এবং গুরুত্বপূর্ণ নথিপত্র যেন উক্ত ব্যক্তিকে দেওয়া না-হয়। এমন ইমেল বা মেসেজ পেলে সাইবার অপরাধ থানায় অভিযোগ করতে হবে। অথবা, সরাসরি পুলিশের সাহায্য নেওয়া যেতে পারে। প্রতারিত হয়েছেন মনে করলে ন্যাশনাল সাইবার ক্রাইম রিপোর্টিং পোর্টালে অভিযোগ জানানো যাবে। পরিশেষে রাজভবন জানিয়েছে, সমস্ত নাগরিকের সুরক্ষা এবং নিরপত্তা সুনিশ্চিত করতে রাজ্যপালের অফিস থেকে এই বার্তা দেওয়া হল।