Afghanistan

Afghanistan: আফগান-সঙ্কটে পাশে এসএফআই

দু’দেশের ছাত্র-ছাত্রীদেরই নিরাপত্তা নিশ্চিত করার দাবি তুলেছে এসএফআই।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ১৬ অগস্ট ২০২১ ২৩:০৮
Share:

প্রতীকী চিত্র।

আফগানিস্তানে তালিবান উত্থানের ফলে টালমাটাল পরিস্থিতিতে ভারতে পড়তে আসা আফগান ছাত্র-ছাত্রীদের পাশে দাঁড়াতে হেল্পলাইন চালু করল এসএফআই। তারই পাশাপাশি, সিপিএমের ছাত্র সংগঠনের কেন্দ্রীয় কমিটির তরফে কেন্দ্রীয় সরকারের কাছে আবেদন জানানো হয়েছে, আপৎকালীন পরিস্থিতিতে আফগানিস্তানে বসবাসকারী ভারতীয় ছাত্র-ছাত্রীরা বা ভারতের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে পড়তে আসা আফগান পড়ুয়ারা নিজেদের দেশে ফিরতে চাইলে তাঁদের ভিসা এবং অন্য কোনও সমস্যায় যাতে না পড়তে হয়, তা দেখা হোক। দু’দেশের ছাত্র-ছাত্রীদেরই নিরাপত্তা নিশ্চিত করার দাবি তুলেছে এসএফআই। সংগঠনের সর্বভারতীয় সাধারণ সম্পাদক ময়ুখ বিশ্বাস শিক্ষা প্রতিষ্ঠানগুলির কাছেও এই সঙ্কটের সময়ে পড়ুয়াদের পাশে দাঁড়ানোর আবেদন জানিয়েছেন। আফগানিস্তান থেকে আসা ছাত্র-ছাত্রীরা এই পরিস্থিতিতে এ দেশেই থেকে যেতে চাইলে তাঁদের সহায়তা করার কথাও বলেছেন এসএফআই নেতৃত্ব।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন