নৈহাটির তৃণমূল বিধায়ক সনৎ দে। —ফাইল চিত্র।
রাজ্য জুড়ে ভোটার তালিকার বিশেষ নিবিড় সমীক্ষা (এসআইআর) চলছে। আগামী বিধানসভা নির্বাচনের আগে নির্বাচন কমিশনের এই কর্মসূচিতে অংশ নিচ্ছে শাসক-বিরোধী সবপক্ষই। তবে বৃহস্পতিবার নৈহাটির তৃণমূল বিধায়ক সনৎ দে অভিযোগ করেছেন, বুধবার রাত থেকে এসআইআর সংক্রান্ত পোর্টাল বা বিএলও-অ্যাপ কাজ করছে না।
নিজের সমাজমাধ্যমের অ্যাকাউন্টে নৈহাটির বিধায়ক লেখেন, ‘‘সারা বাংলায় গতকাল রাত থেকে বিএলও অ্যাপ (এসআইআর পোর্টাল) বন্ধ হয়ে আছে। এই নিয়ে নির্বাচন কমিশনের কোনও হেলদোল নেই! অথচ নির্দিষ্ট সময়ের মধ্যে কাজ শেষ করার জন্য বিএলওদের উপর চাপ সৃষ্টি করা হচ্ছে। এমন পরিস্থিতিতে কী করে বিএলও’রা নির্দিষ্ট সময়ের মধ্যে কাজ সম্পূর্ণ করবেন?’
তবে তৃণমূল বিধায়কের এমন অভিযোগ প্রসঙ্গে নির্বাচন কমিশন কোনও জবাব দেয়নি। তবে নৈহাটি এলাকার বিএলও-রা জানিয়েছেন, বুধবার রাতের দিকে সমস্যা হচ্ছিল। তখন পোর্টালে ঢোকা যাচ্ছিল না, কিন্তু বৃহস্পতিবার বেলা বাড়তে পোর্টালে ঢুকে কাজ করা গেলেও, গতি খুবই কম। প্রসঙ্গত, তৃণমূল অভিযোগ করছে নির্বাচন কমিশনের এসআইআরের কারণে এখনও পর্যন্ত বিএলও-সহ রাজ্যে ৩৫ জন মানুষের মৃত্যু হয়েছে। বিষয়টি নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভারতের মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে চিঠি দিয়েছেন।