উত্তর ভাসালেও দক্ষিণে আশা বর্ষার

ক্রমেই দক্ষিণবঙ্গে ঢোকার আশা জাগাচ্ছে বর্ষা। হাওয়া অফিস সূত্রের খবর, রবিবার পশ্চিমবঙ্গ উপকূল ঘেঁষা বঙ্গোপসাগরে আরও কিছুটা সক্রিয় হয়েছে বর্ষা। মৌসুমি বায়ুর একটি শাখা পশ্চিমবঙ্গ লাগোয়া বাংলাদেশের একাংশেও পৌঁছে গিয়েছে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৪ জুন ২০১৫ ১৪:১৩
Share:

ছাতার আশ্রয়ে। শনিবার নিউ মার্কেট এলাকায়। —নিজস্ব চিত্র।

ক্রমেই দক্ষিণবঙ্গে ঢোকার আশা জাগাচ্ছে বর্ষা।

Advertisement

হাওয়া অফিস সূত্রের খবর, রবিবার পশ্চিমবঙ্গ উপকূল ঘেঁষা বঙ্গোপসাগরে আরও কিছুটা সক্রিয় হয়েছে বর্ষা। মৌসুমি বায়ুর একটি শাখা পশ্চিমবঙ্গ লাগোয়া বাংলাদেশের একাংশেও পৌঁছে গিয়েছে। তার জেরে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের পরিমণ্ডলে মেঘ ঢুকছে।

শনিবার সকাল থেকেই কলকাতা-সহ দক্ষিণবঙ্গে বৃষ্টি হয়েছিল। তার জেরে রাতের তাপমাত্রাও কিছুটা কমে।

Advertisement

এ দিন সকালে রোদ উঠলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে উপকূলীয় জেলাগুলির আকাশে ফের মেঘ জমতে শুরু করেছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement