West Bengal Weather Update

অবশেষে বর্ষাবিদায়! রাজ্যের সব প্রান্ত থেকেই সরে গেল মৌসুমি বায়ু, এ বার কি পারদপতন

একঘেয়ে টানা বৃষ্টিতে নাজেহাল হয়ে পড়েছিলেন বঙ্গবাসী। দুর্গাপুজোও বর্ষার মধ্যে কেটেছে। অবশেষে রাজ্য থেকে বিদায় নিল বর্ষা। আবহাওয়া দফতর থেকে বিবৃতি দিয়ে আনুষ্ঠানিক বিদায়ের কথা জানানো হয়েছে।

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ১৩ অক্টোবর ২০২৫ ১৫:০৮
Share:

বর্ষার বিদায়, স্বাভাবিকের চেয়ে নামতে শুরু করেছে কলকাতার তাপমাত্রা। —ফাইল চিত্র।

অবশেষে রাজ্য থেকে বিদায় নিল বর্ষা। উত্তর, দক্ষিণ সব প্রান্ত থেকেই এ বারের মতো দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু সরে গিয়েছে। গত কয়েক দিনে তাপমাত্রাও কিছুটা কমেছে।

Advertisement

বাংলায় সাধারণত বর্ষা বিদায় নেয় অক্টোবরের প্রথম ১০ দিনের মধ্যে। এ বার তার চেয়ে কিছুটা বেশি সময় লাগল। একঘেয়ে টানা বৃষ্টিতে নাজেহাল হয়ে পড়েছিলেন বঙ্গবাসী। দুর্গাপুজোও বর্ষার মধ্যে কেটেছে। পুজোর দিনগুলিতে কমবেশি বৃষ্টি হয়েছে কলকাতা-সহ রাজ্যের বিভিন্ন প্রান্তে। ফলে দীর্ঘ দিন ধরেই বর্ষাবিদায়ের অপেক্ষায় ছিল বাংলা। অবশেষে সেই দিন এল। সোমবার আলিপুর আবহাওয়া দফতর থেকে বিবৃতি দিয়ে বর্ষার আনুষ্ঠানিক বিদায়ের কথা জানানো হয়েছে। আবহাওয়া দফতর সূত্রে খবর, এ বছর বর্ষায় উত্তরবঙ্গে ১৬ শতাংশ বৃষ্টির ঘাটতি হয়েছে। তবে দক্ষিণবঙ্গে আট শতাংশ বেশি বৃষ্টি হয়েছে। সাধারণত, বর্ষায় উত্তরবঙ্গেই বেশি বৃষ্টি হয়। এ বারের ছবিটা একটু ভিন্ন।

বাংলা-সহ দেশের একাধিক প্রান্ত থেকে সোমবার বর্ষা বিদায় নিয়েছে। হাওয়া অফিসের বিবৃতি অনুযায়ী, কর্নাটকের কিছু অংশ, তেলঙ্গানার কিছু অংশ, মহারাষ্ট্রের অধিকাংশ অঞ্চল থেকে আনুষ্ঠানিক ভাবে সরে গিয়েছে দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু। মধ্যপ্রদেশ, বিহার এবং ছত্তীসগঢ়ের বেশিরভাগ এলাকা থেকে বর্ষা আগেই বিদায় নিয়েছিল। যে যে অংশে এখনও বাকি ছিল, সেখানেও সোমবার বর্ষাবিদায় ঘটেছে। এ ছাড়া, সমগ্র গোয়া, ঝাড়খণ্ড, পশ্চিমবঙ্গ ও সিকিম থেকে বর্ষা চলে গিয়েছে। ওড়িশার কিছু অংশ, উত্তর-পূর্বের রাজ্যগুলি থেকেও আনুষ্ঠানিক ভাবে বিদায় নিয়েছে মৌসুমি বায়ু।

Advertisement

পুজোর পর থেকেই তাপমাত্রা ধীরে ধীরে কমতে শুরু করেছে দক্ষিণবঙ্গে। কলকাতার তাপমাত্রা গত কয়েক দিন ধরে ধারাবাহিক ভাবে স্বাভাবিকের নীচে। সোমবার শহরের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৪.২ ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের চেয়ে ০.৬ ডিগ্রি কম। রবিবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা হয়েছিল ৩১.৬ ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের চেয়ে এক ডিগ্রি কম।

আপাতত রাজ্যের কোথাও বৃষ্টির সম্ভাবনা নেই। আবহাওয়া সংক্রান্ত সতর্কতাও নতুন করে কিছু দেওয়া হয়নি। উত্তর থেকে দক্ষিণ, সর্বত্র শুকনো আবহাওয়া থাকবে। কোথাও কোথাও আকাশ অংশত মেঘলা থাকতে পারে। তবে বৃষ্টি হবে না। যদিও এখনই রাজ্যে শীতের প্রবেশের সম্ভাবনা নেই। উত্তুরে হাওয়ার অনুকূল পরিস্থিতি তৈরি হতে আরও সময় লাগবে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement