(বাঁ দিকে) বিধানসভার স্পিকার অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (ডান দিকে)। — ফাইল চিত্র।
আদালতের নির্দেশ অমান্য করেছেন বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নিরাপত্তারক্ষী নিয়ে বিধানসভায় প্রবেশের অনুমতি দিয়ে আদালত অবমাননা করেছেন তিনি। এই অভিযোগ তুলে আবার কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বৃহস্পতিবার বিচারপতি অমৃতা সিংহের দৃষ্টি আকর্ষণ করেছেন তিনি। মিলেছে মামলা দায়েরের অনুমতি। আগামী সপ্তাহে শুনানির সম্ভাবনা।
তাঁদের দলের বিধায়কদের নিরাপত্তার দায়িত্বে থাকা কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের বিধানসভার চৌহদ্দিতে প্রবেশের অনুমতি দেওয়ার আবেদন জানিয়ে হাই কোর্টের দ্বারস্থ হয়েছিলেন শুভেন্দু এবং বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ। মামলাকারী পক্ষের অভিযোগ ছিল, বিধানসভা চত্বরের ভিতরে রাজ্য পুলিশের কর্মীরা প্রবেশ করতে পারলেও, কেন্দ্রীয় বাহিনীর জওয়ানেরা ঢুকতে পারছেন না। সেই মামলায় স্পিকার এবং বিধানসভার সচিবের কাছ থেকে বক্তব্য জানতে চেয়েছিল আদালত। সচিব রিপোর্ট দিয়ে জানিয়েছিলেন, নিরপত্তারক্ষী নিয়ে মন্ত্রী, বিধায়ক-সহ সকল সদস্যের জন্য নোটিস রয়েছে। ব্যক্তিগত নিরাপত্তারক্ষী নিয়ে কেউ বিধানসভার অন্দরে প্রবেশ করতে পারবেন না। আদালত জানিয়েছিল, বিধানসভার সচিব যে রিপোর্ট দিয়েছেন, তা সকল সদস্যের জন্য প্রযোজ্য। এবং তা যাতে মেনে চলা হয়, সেটা সচিবকেই নিশ্চিত করতে হবে।
পরে বিমানও জানান, কোনও বিধায়ক বিধানসভায় ব্যক্তিগত দেহরক্ষী নিয়ে প্রবেশ করতে পারবেন না। তবে শুধু ছাড় পাবেন মুখ্যমন্ত্রী। তিনি জানিয়েছিলেন, মুখ্যমন্ত্রীর কোনও নিরাপত্তা রক্ষী অস্ত্র নিয়ে বিধানসভায় আসেন না। লোকসভাতেও একই রকম নিয়ম রয়েছে। দেশের বিভিন্ন বিধানসভাতেও ওই নিয়ম রয়েছে।
বিমানের এই সিদ্ধান্ত আদালতের নির্দেশের পরিপূরক। এমন দাবি তুলে বিচারপতি সিংহের দৃষ্টি আকর্ষণ করেন শুভেন্দু। তাঁর আবেদন, বিধানসভার সিসিটিভি ফুটেজ সংরক্ষণ করার নির্দেশ দিক আদালত। মামলা করার অনুমতি দিয়ে বিচারপতি সিংহ জানান, আগামী সপ্তাহে এই মামলার শুনানির হতে পারে।