West Bengal Legislative Assembly

পশ্চিমবঙ্গ বিধানসভার শীতকালীন অধিবেশন হবে নভেম্বর মাসেই

সোমবার বিধানসভায় এক প্রশ্নের জবাবে এমনটাই জানিয়েছেন পরিষদীয় মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়। শীতকালীন অধিবেশন শুরু হবে ১৮ নভেম্বর শুক্রবার।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ০৭ নভেম্বর ২০২২ ২০:৫৫
Share:

পশ্চিমবঙ্গ বিধানসভার অধিবেশন শুরু হবে ১৮ নভেম্বর, চলবে ৩০ তারিখ পর্যন্ত। ফাইল চিত্র।

পশ্চিমবঙ্গ বিধানসভার শীতকালীন অধিবেশন শেষ হবে নভেম্বর মাসেই। সোমবার বিধানসভায় এক প্রশ্নের জবাবে এমনটাই জানিয়েছেন পরিষদীয় মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়। শীতকালীন অধিবেশন শুরু হবে ১৮ নভেম্বর শুক্রবার। অধিবেশনের প্রথম দিন শোকপ্রস্তাবের পর অধিবেশন মুলতবি হয়ে যাবে। শনি-রবিবার ছুটি কাটিয়ে ফের অধিবেশনের কাজ শুরু হবে ২১ তারিখ থেকে। সপ্তাহ জুড়ে চলবে পূর্ণাঙ্গ অধিবেশন। আবারও শনি-রবিবার বিরতি থাকবে অধিবেশনে। এরপর ২৮-৩০ নভেম্বর পর্যন্ত চলবে অধিবেশন। ৩০ তারিখেই আপাতত অধিবেশন শেষ করার লক্ষ্য স্থির করেছে পরিষদীয় দফতর।

Advertisement

শীতকালীন অধিবেশন শুরু করতে আগামী ১৬ নভেম্বর বিধানসভায় সর্বদল বৈঠক ডাকা হয়েছে। অধিবেশন প্রসঙ্গে মন্ত্রী শোভনদেব বলেন, ‘‘অধিবেশনের কাজকর্ম এগিয়ে নিয়ে যাওয়ার দায়িত্ব আমাদের। বেশকিছু বিল ও প্রস্তাব থাকবে এ বারের অধিবেশনে। সেগুলি পাশ করানো হবে আমাদের দায়িত্ব। এ ক্ষেত্রে আমাদের দলের বিধায়কদের দায়িত্ব থাকবে।’’ বিরোধী বিজেপির উদ্দেশ্যে তিনি বলেন, ‘‘আমরা প্রথম দিন থেকেই বলে আসছি, তাঁরা আলোচনায় অংশগ্রহণ করুন। সদনে এসে একটু বসেই বাইরে গিয়েই বিক্ষোভ দেখানোর কৌশল এখন সবাই জেনে গিয়েছেন। এ ভাবে ওদের যোগ্যতা অযোগ্যতার প্রশ্ন উঠে আসে। বিরোধীদের মধ্যে অনেকেই ভাল বক্তা আছেন, তাঁরা সদনকে ব্যবহার করুন।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন