TMC

‘বাংলার মেয়ে’ বনাম ‘পশ্চিমবঙ্গের ছেলে’, মমতা-শুভেন্দুকে নিয়ে লড়াই নেটমাধ্যমে

মুখ্যমন্ত্রীর ছবি দিয়ে তৃণমূলের স্লোগান যখন ‘বাংলা নিজের মেয়েকেই চায়’, সে সময়ই শুভেন্দুর ছবি দিয়ে বিজেপি-র পাল্টা স্লোগান ‘পশ্চিমবঙ্গ ঘরের ছেলেকেই চায়’।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ২১ ফেব্রুয়ারি ২০২১ ১৮:১২
Share:

নেটমাধ্যমে ইদানীং লড়াই ‘বাংলার মেয়ে’ বনাম ‘পশ্চিমবঙ্গের ছেলে’র। —নিজস্ব চিত্র।

রাজ্যের মুখ্যমন্ত্রী হিসাবে এখনও পর্যন্ত কোনও নাম ঘোষণা করেনি গেরুয়া শিবির। তবে তৃণমূলের তরফে ফের মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর ভরসা রাখার কথা বার বার বলছেন দলের নেতা-নেত্রীরা। এ নিয়ে প্রচারও শুরু করেছেন তাঁরা। এ বার শুভেন্দু অধিকারীর ছবি দিয়ে নেটমাধ্যমে পাল্টা প্রচার শুরু করেছে বিজেপি। ফলে নেটমাধ্যমে ইদানীং লড়াই ‘বাংলার মেয়ে’ বনাম ‘পশ্চিমবঙ্গের ছেলে’র।

Advertisement

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সম্প্রতি কলকাতায় এসে বলেছিলেন, ‘‘বাংলার ভূমিপুত্র হবেন মুখ্যমন্ত্রী।’’ তার পর থেকেই রাজনৈতিক মহলের জল্পনায় উঠে আসছে মুখ্যমন্ত্রী পদপ্রার্থী হিসাবে শুভেন্দুর নাম। যদিও এ নিয়ে আনুষ্ঠানিক ভাবে ঘোষণা করেনি বিজেপি। তবে মুখ্যমন্ত্রীর ছবি দিয়ে তৃণমূলের স্লোগান যখন ‘বাংলা নিজের মেয়েকেই চায়’, সে সময়ই বিজেপি নেতা শুভেন্দুর ছবি দিয়ে পাল্টা স্লোগান ‘পশ্চিমবঙ্গ ঘরের ছেলেকেই চায়’। নেটমাধ্যমে বিজেপি নেতাদের অ্যাকাউন্টে তো বটেই, এই স্লোগান ছড়িয়েছে গেরুয়া শিবিরের ভক্তদের মধ্যেও। যদিও এ নিয়ে কোনও মন্তব্য করতে চাননি বিজেপি নেতারা। তবে এই স্লোগান-তরজা নিয়ে গেরুয়া শিবিরকে কটাক্ষ করতে ছাড়েননি সদ্য তৃণমূলে যোগ দেওয়া হুমায়ূন কবীর। সম্প্রতি চাকরি থেকে অবসর নেওয়ার পর তৃণমূলে যোগদান করেছেন তিনি। মেদিনীপুরে তৃণমূলের মহিলা কর্মী সম্মেলনে যোগ দিতে এসে সাংবাদিকদের কাছে ওই স্লোগান নিয়ে কটাক্ষ করেছেন হুমায়ূন। শুভেন্দুর নাম না করে তিনি বলেন, ‘‘বিদ্যাসাগরের জেলার ছেলে হয়ে যখন ওই মানুষের পায়ে হাত দিয়ে প্রণাম করছেন, তখনই মানুষ বুঝে গিয়েছে। ওই সব স্লোগান ধুলোঝড়ের মতো উড়ে যাবে।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন