Panchayat Election 2023

লক্ষ্য পঞ্চায়েত, নির্বাচনী কমিটি গঠন তৃণমূলের, প্রার্থী বাছতে নেওয়া হবে গ্রামবাংলার মত

রবিবার রাজ্য ও জেলা স্তরে নির্বাচনী কমিটি গঠন করল তৃণমূল। রাজ্যস্তরের ও জেলা স্তরের কমিটির কী কী কাজ হবে সে সব বুঝিয়ে দেওয়া হয়েছে। রাজ্য কমিটিতে রয়েছেন মোট ২২ জন শীর্ষ নেতা।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৩ এপ্রিল ২০২৩ ২৩:২০
Share:

প্রতীকী ছবি।

পঞ্চায়েত ভোটে প্রার্থী ঠিক করতে এ বার গ্রাম বাংলার মানুষের মতামত নেবে তৃণমূল। বৃহস্পতিবার তৃণমূল ভবনে সাংবাদিক বৈঠক করে সে কথাই ঘোষণা করেছিলেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেই পরিকল্পনা মতো রবিবার রাজ্য ও জেলা স্তরে নির্বাচনী কমিটি গঠন করল তৃণমূল। রাজ্যস্তরের ও জেলা স্তরের কমিটির কাজ কী হবে সে বিষয়ে দায়িত্ব বুঝিয়ে দেওয়া হয়েছে।

Advertisement

রাজ্য কমিটিতে রয়েছেন তৃণমূলের ২২ জন শীর্ষ নেতা। জেলা ভিত্তিক ৮টি জোন তৈরি করা হয়েছে। প্রত্যেক জোনের একটি করে কমিটি তৈরি করা হয়েছে। সেই কমিটিতে রাখা হয়েছে ৬ থেকে দশ জন তৃণমূল নেতাকে। এই কমিটিগুলির কাজ হবে গোটা প্রক্রিয়াকে সুষ্ঠু ভাবে সম্পন্ন করা। সেই সঙ্গে ভোটার তালিকা তৈরি করা থেকে শুরু করে যাঁরা ভোট প্রক্রিয়ায় অংশ নেবেন তাঁরা যাতে সঠিক ভাবে ভোট দিতে পারেন সে ব্যাপারে ব্যবস্থা গ্রহণ করা।

গ্রাম বাংলার মতামত সংগ্রহের দায়িত্বে থাকা গ্রাম পঞ্চায়েত স্তরের ইন-চার্জ ও কো- ইন-চার্জদের বিশেষ ভাবে এই দায়িত্ব পালন করতে বলা হয়েছে। রাজ্যস্তরের যে নির্বাচনী কমিটি তৈরি করা হয়েছে তার চেয়ারম্যান করা হয়েছে তৃণমূলের রাজ্য সভাপতি সুব্রত বক্সীকে। কমিটির বাকি সদস্যরা হলেন শোভনদেব চট্টোপাধ্যায়, মানস ভূঁইয়া, ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস-সহ ২২ জন নেতা। কলকাতা বাদে রাজ্যের ২২টি জেলাকে ৮টি ভাগে ভাগ করে দায়িত্ব বণ্টন করা হয়েছে। জোন ১- এ রয়েছে কোচবিহার, দার্জিলিং, আলিপুরদুয়ার ও জলপাইগুড়ি জেলা। জোন ২-এ রয়েছে উত্তর ও দক্ষিণ দিনাজপুর, মালদহ ও মুর্শিদাবাদ। জোন ৩-এ রয়েছে পূর্ব ও পশ্চিম বর্ধমান এবং বীরভূম। জোন ৪-এ রয়েছে ঝাড়গ্রাম, পুরুলিয়া ও বাঁকুড়া। জোন ৫ - রয়েছে পূর্ব ও পশ্চিম মেদিনীপুর। জোন ৬ -এ রয়েছে হাওড়া ও হুগলি। জোন ৭-এ রয়েছে নদিয়া। সর্বশেষ জোন ৮-এ রয়েছে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা। কমিটি তৈরির সময় প্রত্যেক জেলার নেতাদের গুরুত্ব দেওয়া হয়েছে।

Advertisement

২৫ এপ্রিল থেকে কোচবিহারের দিনহাটা থেকে জনসংযোগ যাত্রা শুরু করছেন অভিষেক। প্রতিদিন একটি করে অধিবেশন রাখা হয়েছে ৬০ দিনের এই কর্মসূচিতে। সেই অধিবেশনে এসে পঞ্চায়েত স্তরের মানুষেরা কাকে তৃণমূলের প্রতিনিধি হিসেবে ভোটে দাঁড় করাতে চান, সে ব্যাপারে মতামত জানাবেন। সোমবার ২২ জনের রাজ্য নির্বাচনী কমিটির বৈঠকে বসতে পারে বলেও তৃণমূল সূত্রে খবর।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement