Tripura

TMC in Tripura: ত্রিপুরায় ফের আক্রান্ত তৃণমূল, স্টিয়ারিং কমিটির সদস্যকে বেধড়ক মারধরে অভিযুক্ত বিজেপি

শুক্রবার রাতে বাড়ির সামনে বসে বিসর্জনের শোভাযাত্রা দেখছিলেন শান্তনু সাহা। তখনই বিজেপি-র বাইক বাহিনী তাঁর উপর চড়াও হয় বলে অভিযোগ।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

আগরতলা শেষ আপডেট: ১৬ অক্টোবর ২০২১ ১২:৫৯
Share:

যুব তৃণমূল নেতাকে ‘মারধর’। নিজস্ব চিত্র।

ত্রিপুরায় ফের আক্রান্ত তৃণমূল। এক যুব তৃণমূল নেতাকে মারধরের অভিযোগ। তৃণমূল সূত্রে খবর, ত্রিপুরার যুব তৃণমূল নেতা তথা তৃণমূলের স্টিয়ারিং কমিটির অন্যতম সদস্য শান্তনু সাহাকে মারধর করা হয়েছে। অভিযোগের তির বিজেপি-র দিকে। যদিও বিজেপি মারধরের অভিযোগ অস্বীকার করেছে।

ত্রিপুরার তৃণমূল নেতা আশিসলাল সিংহের দাবি, শুক্রবার রাতে বাড়ির সামনে বসে বিসর্জনের শোভাযাত্রা দেখছিলেন শান্তনু সাহা। তখনই বাইকে করে এসে বেশ কয়েকজন দুষ্কৃতী তাঁর উপর চড়াও হয়। মারধরের পর শান্তনুকে রাস্তায় ফেলেই পালিয়ে যায় দুষ্কৃতীরা। তৃণমূল সূত্রে খবর, আহত অবস্থায় শান্তনুকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করানো হয়েছে। আশিসলালের অভিযোগ, বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা এই কাণ্ড ঘটিয়েছে। ত্রিপুরায় তৃণমূলের আগ্রাসী পদক্ষেপে ভয় পেয়েই বিজেপি এমন ঘটনা ঘটাচ্ছে বলেও দাবি তাঁর।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন