বক্তৃতা করছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।
মঞ্চে উপস্থিত রয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, পার্থ চট্টোপাধ্যায়, ব্রাত্য বসু এবং সুব্রত বক্সী।
শনিবার সকালেই পড়ুয়াদের উদ্দেশে টুইটারে অভিনন্দন-বার্তা দিয়েছেন তৃণমূল নেত্রী। টুইট করেছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং সদ্য কংগ্রেস থেকে তৃণমূলে যোগ দেওয়া সুস্মিতা দেব।
মমতা টুইটারে লেখেন, ‘ছাত্র পরিষদের সমস্ত সদস্যকে শুভকামনা জানাতে চাই। তোমাদের কৃতিত্ব এবং পার্টিতে অমূল্য অবদানের জন্য আমরা গর্বিত। গণতন্ত্র ধ্বংসকারী সমস্ত শক্তির বিরুদ্ধে একজোট হয়ে লড়ার জন্য ছাত্র সমাজের কাছে আহ্বান জানাচ্ছি আমি।’ টুইটে অভিষেক লিখেছেন, ‘ছাত্ররাই আমাদের গর্ব। ছাত্র সমাজের অদম্য ইচ্ছাশক্তি নিয়ে সত্যিই গর্ব করি আমি।’ সুস্মিতা টুইটারে লিখেছেন, ‘প্রত্যেক পড়ুয়াই যায় ভবিষ্যতে প্রচুর সুযোগ পায়, সেই কামনাই করি। যুবসমাজের উন্নতির জন্য সব সময় কাজ করে যাবে তৃণমূল।’