News Of The Day

২১ জুলাইয়ের মঞ্চ থেকে মমতার নির্বাচনী দিক্‌নির্দেশ কী কী। সংসদ শুরু। বৃষ্টি চলবে... আর কী কী

আজ ২১ জুলাই। তৃণমূলের শহিদ দিবসের সমাবেশ হবে ধর্মতলার ভিক্টোরিয়া হাউসের সামনে। ২০২৬ সালের বিধানসভা নির্বাচনের আগে তৃণমূলের শেষ বড় সমাবেশ। মূল সমাবেশ মঞ্চ হিসাবে তিনটি মঞ্চ তৈরি করা হয়েছে ভিক্টোরিয়া হাউসের সামনে।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২১ জুলাই ২০২৫ ০৭:৫৬
Share:

গ্রাফিক: আনন্দবাজার ডট কম।

দিন শুরু করার আগে এক নজরে দেখে নিন খবরের দুনিয়ায় আজ কোন কোন গুরুত্বপূর্ণ ঘটনা রয়েছে।

Advertisement

আজ ২১ জুলাই। তৃণমূলের শহিদ দিবসের সমাবেশ হবে ধর্মতলার ভিক্টোরিয়া হাউসের সামনে। ২০২৬ সালের বিধানসভা নির্বাচনের আগে তৃণমূলের শেষ বড় সমাবেশ। মূল সমাবেশ মঞ্চ হিসাবে তিনটি মঞ্চ তৈরি করা হয়েছে ভিক্টোরিয়া হাউসের সামনে। শীর্ষ নেতা, অভ্যাগত, আমন্ত্রিত, নেতাদের নিয়ে প্রায় ৬০০ জন বসতে পারেন, এমন ভাবে তৈরি করা হয়েছে মঞ্চ। ত্রিস্তরীয় মূল মঞ্চটি মাটি থেকে পর্যায়ক্রমে ১১, ১২ ও ১৩ ফুট উঁচু। দৈর্ঘ্য-প্রস্থ যথাক্রমে ৮০ ও ৪২ ফুট। ঝড়বৃষ্টির সম্ভাবনা থাকলেও খোলা মঞ্চেই হচ্ছে সমাবেশ। মঞ্চ ঘেরা হয়েছে দলীয় পতাকার তিনটি রঙে। তিনটি মঞ্চের একটিতে থাকবেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তথা দলের প্রথম সারির শীর্ষ নেতৃত্ব। দ্বিতীয় মঞ্চে থাকবেন শহিদ পরিবারের সদস্যেরা। তৃতীয় মঞ্চে থাকবেন নির্বাচিত জনপ্রতিনিধিরা।

আজ বিজেপির যুব সংগঠনের ডাকে শিলিগুড়িতে ‘উত্তরকন‍্যা অভিযান’। রাজ্য জুড়ে লাগাতার নারী নির্যাতন, উত্তরবঙ্গের প্রতি বঞ্চনা, অরাজকতা-সহ একগুচ্ছ অভিযোগ তুলে রাজ‍্য সরকারের বিরুদ্ধে এই অভিযানের ডাক দিয়েছে যুব মোর্চা। বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীও এই কর্মসূচিতে যোগ দিচ্ছেন। সঙ্গে থাকছেন যুব মোর্চার রাজ‍্য সভাপতি ইন্দ্রনীল খাঁ। শিলিগুড়ির তিনবাত্তি মোড়ে সকাল ১০টা থেকে শুরু হবে বিজেপির জমায়েত। সেখান থেকে মিছিল যাবে চুনাভাটি ফুটবল ময়দান পর্যন্ত। সেই মাঠেই জনসভা করবেন শুভেন্দু। মিছিল শেষে দুপুর ১২ টা ৩০ মিনিট নাগাদ জনসভা শুরু হওয়ার কথা।

Advertisement

আজ থেকে শুরু হচ্ছে সংসদের বাদল অধিবেশন। গতকাল সর্বদল বৈঠক হয়েছে। বৈঠকের পর কেন্দ্র জানিয়েছে, তারা সংসদে পহেলগাঁও, অপারেশন সিঁদুর এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মন্তব্য সংক্রান্ত বিষয় নিয়ে আলোচনায় রাজি। প্রসঙ্গত, শনিবার সর্বভারতীয় স্তরের বিজেপি বিরোধী জোট ‘ইন্ডিয়া’র নেতারা বৈঠকে বসেছিলেন। সূত্রের খবর, বিরোধী নেতাদের বৈঠকে স্থির হয়েছিল, তাঁরা সংসদে পহেলগাঁও, অপারেশন সিঁদুর, যুদ্ধবিরতি ঘোষণা নিয়ে ট্রাম্পের ভূমিকা এবং বিহারে ভোটার সমীক্ষা ইত্যাদি বিষয় নিয়ে সরকারকে সংসদের ভিতরে চেপে ধরবে।

স্কুল সার্ভিস কমিশনের ২৬ হাজার চাকরি বাতিল মামলার রায় নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে বিতর্কিত মন্তব্য করার অভিযোগ তুলে সুপ্রিম কোর্টে আদালত অবমাননার মামলা দায়ের হয়েছে। ‘আত্মদীপ’ নামে একটি সংগঠন ওই মামলাটি দায়ের করেছে। আজ প্রধান বিচারপতি বিআর গবইয়ের নেতৃত্বে বিচারপতি কে বিনোদ চন্দ্রন এবং বিচারপতি এনভি অঞ্জরিয়ার তিন সদস্যের বেঞ্চে শুনানি রয়েছে। বেলা ১১টা নাগাদ মামলাটি শুনবে শীর্ষ আদালত। সুপ্রিম কোর্ট আজ কী জানায় সে দিকে নজর থাকবে।

বুধবার থেকে শুরু ভারত-ইংল্যান্ড চতুর্থ টেস্ট। তিন টেস্টের পর ইংল্যান্ড ২-১ এগিয়ে রয়েছে। ম্যাঞ্চেস্টারে ভারত হেরে গেলে ইংল্যান্ড সিরিজ় জিতে যাবে। ফলে এই টেস্ট শুভমন গিলদের কাছে খুব গুরুত্বপূর্ণ। ম্যাঞ্চেস্টারে ভারতের বোলিং আক্রমণ কী হবে, তা নিয়ে জল্পনা চলছে। মরণ-বাঁচন লড়াই শুভমনদের সামনে। তার আগে দুই দলের প্রস্তুতির সব খবর থাকছে।

আজ দক্ষিণের সব জেলায় ঝড়বৃষ্টির পূর্বাভাস রয়েছে। তবে জেলার সর্বত্র ঝড়বৃষ্টি হবে না। ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, বীরভূমে হলুদ সতর্কতা জারি করা হয়েছে। আজ জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ারে ভারী বৃষ্টির জন্য হলুদ সতর্কতা জারি করা হয়েছে। বাকি জেলায় ঝড়বৃষ্টির পূর্বাভাস থাকলেও সতর্কতা জারি করার মতো পরিস্থিতি তৈরি হয়নি। আগামী সপ্তাহে বঙ্গোপসগারের উপর তৈরি হতে পারে নিম্নচাপ অঞ্চল। তার প্রভাবে কলকাতা-সহ দক্ষিণের কয়েক জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে।

প্রথম টেস্ট ড্র হয়েছে। গতকাল থেকে শুরু হয়েছে ভারত-ইংল্যান্ড অনূর্ধ্ব-১৯ দলের দ্বিতীয় টেস্ট। আজ দ্বিতীয় দিন। সাদা বলের সিরিজ়ে নজর কেড়েছে বৈভব সূর্যবংশী। লাল বলের সিরিজ়েও সেই ফর্ম বজায় রাখতে চাইবে সে। চার দিনের ম্যাচের দ্বিতীয় দিনের খেলা শুরু আজ বিকেল সাড়ে ৩টে থেকে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement