প্রয়াত প্রবীণ ফরওয়ার্ড ব্লক নেতা অশোক ঘোষ

ফরওয়ার্ড ব্লকের প্রবীণ নেতা অশোক ঘোষ প্রয়াত। বৃহস্পতিবার সকাল ১১টা ২৫ মিনিটে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। বয়স হয়েছিল প্রায় ৯৫ বছর। অশোক ঘোষের মৃত্যুতে শোকপ্রকাশ করেছে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃত্ব।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ০৩ মার্চ ২০১৬ ১২:১২
Share:

অশেোক ঘোষ।

ফরওয়ার্ড ব্লকের প্রবীণ নেতা অশোক ঘোষ প্রয়াত। বৃহস্পতিবার সকাল ১১টা ২৫ মিনিটে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। বয়স হয়েছিল প্রায় ৯৫ বছর। অশোক ঘোষের মৃত্যুতে শোকপ্রকাশ করেছে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃত্ব।

Advertisement

১৯২১ সালের ২ জুলাই জন্ম অশোক ঘোষের। ১৯৪৬ সালে তিনি ফরওয়ার্ড ব্লকের পশ্চিমবঙ্গ রাজ্য সম্পাদক হন। তার পর থেকে টানা ওই পদেই বার বার নির্বাচিত হয়েছেন তিনি। বার্ধক্যজনিত কারণে বেশ কয়েক বছর ধরেই অশোক ঘোষ অশক্ত হয়ে পড়েছিলেন। ফুসফুসে সংক্রমণ নিয়ে গত ২ ফেব্রুয়ারি তিনি ইএম বাইপাসের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হন। বৃহস্পতিবার সেই হাসপাতালেই তাঁর মৃত্যু হয়েছে। তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাস করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

আরও পড়ুন:

Advertisement

নেতাজিকে নিয়ে টানাটানি দেখে লজ্জা করে আজকাল

অনাদরেই পড়ে শাহজাহান-কন্যা জাহানারা বেগমের সমাধি

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement