BJP

BJP MLA: গায়কের গলায় কুকথা! পদ্মের কবিয়াল বিধায়ক অসীমের পুরনো ভিডিয়ো নিয়ে সরব তৃণমূল

বিজেপির কবিয়াল বিধায়ক অসীম সরকারের একটি পুরোনো ভিডিয়ো নিয়ে বিতর্ক শুরু হয়েছে। ভিডিয়োতে দেখা যাচ্ছে অশ্রাব্য ভাষায় কথা বলছেন তিনি।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৪ জুলাই ২০২২ ১৪:০৪
Share:

পুরোনো ভিডিয়ো ভাইরাল হওয়ায় অস্বস্তিতে বিজেপির কবিয়াল বিধায়ক অসীম সরকার। ফাইল চিত্র

বিজেপির কবিয়াল বিধায়ক অসীম সরকারের একটি পুরোনো ভিডিয়ো ভাইরাল হওয়ায় বিড়ম্বনায় বিজেপি। বুধবার রাত থেকে একটি ভিডিয়ো ভাইরাল হতে শুরু করে। যেখানে দেখা যাচ্ছে, হরিণঘাটার বিজেপি বিধায়ক তথা কবিগান শিল্পী অসীম সরকার গাড়ির চালকের পাশের আসনে বসে পিছনের আসনের দিকে তাকিয়ে অশালীন মন্তব্য করছেন। মন্তব্যের সময় তাঁর মুখে লেগে আছে হাসি। বিশেষ করে নেটমাধ্যমের বিভিন্ন অ্যাকাউন্ট মারফত তৃণমূলের নেতা-কর্মীরা সেই ভিডিয়োটি দেখিয়ে বিজেপি দলের সংস্কৃতি নিয়ে প্রশ্ন তুলতে শুরু করেন। আনন্দবাজার অনলাইন অবশ্য ভিডিয়োটির সত্যতা যাচাই করেনি।বিষয়টি নজরে আসে বিজেপির অভিযুক্ত বিধায়কের। গভীর রাতে একটি ভিডিয়ো তৈরি করে নেটমাধ্যমে পোস্ট করে শাসকদলের অভিযোগের জবাব দেন। অসীম প্রশ্ন তোলেন, ‘‘কোন সময়, কোন পরিপ্রেক্ষিতে, কোন পরিবেশে কথাগুলো বলা হয়েছে, তা বিচার না করেই তৃণমূল বলছে, ‘এখন দেখার বিজেপি অসীম সরকারকে বহিষ্কার করে কি না’। আমি প্রশ্ন করতে চাই, আমি বহিষ্কার করার মতো কী কাজ করেছি?’’ তিনি আরও বলেন, ‘‘বিজেপির তরফ থেকে আমাকে পঞ্চায়েত ভোটের প্রচারে ওড়িশার মালকানগিরিতে পাঠানো হয়েছিল। সেই সময় একটি গ্রাম থেকে অন্য গ্রামে প্রচারে যাওয়ার সময় দু’টি ছেলে বিজেপি দল করেন বলে আমার গাড়িতে উঠেছিলেন, তাঁরাই এই ভিডিয়োটি করেন। এবং অনেক টাকার বিনিময়ে তাঁরা ভিডিয়োটি বিরোধীদের হাতে তুলে দিয়েছেন।’’

Advertisement

তবে নিজের সাফাই দিতে গিয়ে বাংলার শাসকদল তৃণমূলের সর্বস্তরের নেতৃত্বকে আক্রমণ করেছেন তিনি। অসীমের দাবি, ওই ভিডিয়োর প্রথম ও শেষের অংশ কেটে মাঝের অংশকে বিকৃত করে তা রাজনৈতিক ফায়দা তুলতে বাজারে আনা হয়েছে।’’ জবাব এসেছে তৃণমূল শিবির থেকেও, বিধানসভায় তৃণমূল পরিষদীয় দলের দু’বারের মুখ্যসচেতক নির্মল ঘোষ বলেন, ‘‘আমি দেখেছি ওই ভিডিয়োটি। তাতে বিজেপির ওই কবিয়াল বিধায়ক যা বলছেন, তা জনপ্রতিনিধি হিসাবে কোনও পরিবেশ, কোনও পরিস্থিতিতেই বলা উচিত নয়। আমি আমার দীর্ঘ বিধায়ক জীবনে এমন বিধায়ক দেখিনি। বিজেপির পরিষদীয় দলে যে সংস্কৃতির অভাব রয়েছে, তা বিধায়কের এমন মন্তব্য থেকেই স্পষ্ট।’’ তাঁর আরও মন্তব্য, ‘‘বিজেপির থেকে এর চেয়ে বেশি কিছু আশা করা যায় না। কারণ ওদের শিক্ষাতেই গলদ রয়েছে।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement