Death due to Thunderstorm and Lightning

ঝড়বৃষ্টির মধ্যে পর্ণশ্রীতে গাছ ভেঙে পড়ে প্রৌঢ়ার মৃত্যু, বারাসতেও প্রাণ গেল যুবকের, রাজ্যে বজ্রপাতেও মৃত ১

ঝড়বৃষ্টির জেরে ব্যাহত হয় ট্রেন পরিষেবাও। শিয়ালদহের বিভিন্ন শাখায় ট্রেন চলাচল সাময়িক ভাবে থমকে যায়। কোথাও লাইনের উপর গাছ ভেঙে পড়ে, কোথাও আবার ওভারহেড তারের উপর। রাত পর্যন্তও পরিষেবা পুরোপুরি স্বাভাবিক হয়নি।

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ০১ মে ২০২৫ ২২:৫৯
Share:

— প্রতিনিধিত্বমূলক চিত্র।

ঝড়ে গাছ ভেঙে পড়ে মৃত্যু হল প্রৌঢ়ার। বৃহস্পতিবার রাতে বেহালার পর্ণশ্রীতে ঘটনাটি ঘটেছে। জানা গিয়েছে, ওই প্রৌঢ়ার নাম মীনা ঘোষ। গুরুতর আহত অবস্থায় তড়িঘড়ি তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হলেও বাঁচানো যায়নি। এ ছাড়াও ওই ঘটনায় আরও এক ব্যক্তি গুরুতর জখম হয়েছেন। তিনি এখনও চিকিৎসাধীন।

Advertisement

বৃহস্পতিবার রাতে বেহালার পর্ণশ্রীর ইউনিক পার্ক এলাকায় ঘটনাটি ঘটেছে। একটি কৃষ্ণচূড়া গাছ ভেঙে পড়ে মৃত্যু হয় প্রৌঢ়ার। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন যে, প্রবল ঝড়বৃষ্টির সময় ওই মহিলা রাস্তা দিয়ে যাচ্ছিলেন। তখনই আচমকা একটি কৃষ্ণচূড়া গাছ তাঁর উপরে ভেঙে পড়ে। গুরুতর জখম হন ওই প্রৌঢ়া। স্থানীয়েরা ছুটে এসে তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। কিন্তু শেষরক্ষা হয়নি। সেখানে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। স্থানীয় সূত্রে খবর, ওই ঘটনায় আরও এক ব্যক্তি আহত হয়েছেন। তিনি এখনও চিকিৎসাধীন।

বৃহস্পতিবার সন্ধ্যায় ঝড়বৃষ্টি শুরু হয় কলকাতা ও সংলগ্ন এলাকায়। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পাশাপাশি ঘণ্টায় প্রায় ৩০-৪০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে থাকে। ঝড়ের দাপটে কলকাতা ও দুই ২৪ পরগনার একাধিক জায়গায় গাছ ভেঙে পড়ে। বারাসতের ইন্দিরা কলোনিতেও গাছ পড়ে মৃত্যু হয়েছে গোবিন্দ বৈরাগী (৩০) নামে এক যুবকের। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ঝড়বৃষ্টির সময় ঘরে শুয়ে ছিলেন তিনি। তখনই ঘরের উপর একটি গাছ ভেঙে পড়ে। স্থানীয়েরা গাছ কেটে ঘর থেকে তাঁকে বার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন। বারাসতের আদিবাসী পাড়াতেও গাছ পড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে বেশ কয়েকটি ঘরবাড়ি। তবে হতাহতের কোনও খবর মেলেনি।

Advertisement

ঝড়বৃষ্টির জেরে ব্যাহত হয় ট্রেন পরিষেবাও। শিয়ালদহের বিভিন্ন শাখায় ট্রেন চলাচল সাময়িক ভাবে থমকে যায়। কোথাও লাইনের উপর গাছ ভেঙে পড়ে, কোথাও আবার ওভারহেড তারের উপর। লাইনে গাছ ভেঙে পড়ায় সন্ধ্যা সাড়ে ৭টা নাগাদ আটকে পড়ে আপ নৈহাটি লোকাল। পৌঁছোন রেলকর্মীরা। প্রায় এক ঘণ্টার চেষ্টায় উপড়ানো গাছ সরিয়ে আবার লাইনে ট্রেন চলাচল শুরু করা সম্ভব হয়। বনগাঁ শাখাতেও একই ঘটনা ঘটে। মধ্যমগ্রাম ও বিরাটির মাঝে ওভারহেড তারে গাছের ডাল ভেঙে পড়ে। সাময়িক ভাবে ওই লাইনে ট্রেন চলাচল ব্যাহত হয়। প্রিন্সেপ ঘাট ও বিবাদী বাগ স্টেশনের মধ্যেও গাছ ভেঙে আটকে পড়ে চক্ররেল। শেষমেশ রেলকর্মীদের তৎপরতায় দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। তবে রাত পর্যন্তও পরিষেবা পুরোপুরি স্বাভাবিক হয়নি।

বৃহস্পতিবার বিকেলে বাজ পড়ে এক জনের মৃত্যু হয়েছে পশ্চিম মেদিনীপুরের কেশিয়াড়িতে। কেশিয়াড়ির ঘৃতগ্রাম পঞ্চায়েতের বুড়িমহুল এলাকায় মাঠে চাষের কাজে গিয়েছিলেন বৃদ্ধ স্বামী-স্ত্রী। তখনই স্ত্রীর চোখের সামনে বাজ পড়ে মৃত্যু হয় রথু মাহাতো (৭৩) নামে ওই বৃদ্ধের। আহত হয়েছেন স্ত্রী ভারতী মাহাতোও।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement