প্রেক্ষাগৃহে বসে ছবি চুরি, ধৃত ৫

কপিরাইট বা মালিকানা-স্বত্ব আইনের তোয়াক্কা না-করে ছবি ও গানের হাজারো সিডি-ভিডিও বিকোচ্ছে বাজারে। এ বার সিনেমা হলে ছবি চলতে চলতেই ছবি চুরি দেখল কলকাতা।

Advertisement
শেষ আপডেট: ১৫ অগস্ট ২০১৫ ০৩:০৯
Share:

কপিরাইট বা মালিকানা-স্বত্ব আইনের তোয়াক্কা না-করে ছবি ও গানের হাজারো সিডি-ভিডিও বিকোচ্ছে বাজারে। এ বার সিনেমা হলে ছবি চলতে চলতেই ছবি চুরি দেখল কলকাতা। সদ্য মুক্তি পাওয়া একটি বাংলা ছবির প্রদর্শনী চলছিল লেক টাউনের এক প্রেক্ষাগৃহে। সেখানকার কর্মীরা হঠাৎ দেখতে পান, ক্যামেরা আর ল্যাপটপ নিয়ে ছবিটির ভি়ডিও রেকর্ডিং করে চলেছেন কয়েক জন। তাঁদের হাতেনাতে ধরে পুলিশের হাতে তুলে দেন প্রেক্ষাগৃহের কর্মীরা। ওই ঘটনায় পাঁচ জনকেই গ্রেফতার করা হয়েছে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement