কপিরাইট বা মালিকানা-স্বত্ব আইনের তোয়াক্কা না-করে ছবি ও গানের হাজারো সিডি-ভিডিও বিকোচ্ছে বাজারে। এ বার সিনেমা হলে ছবি চলতে চলতেই ছবি চুরি দেখল কলকাতা। সদ্য মুক্তি পাওয়া একটি বাংলা ছবির প্রদর্শনী চলছিল লেক টাউনের এক প্রেক্ষাগৃহে। সেখানকার কর্মীরা হঠাৎ দেখতে পান, ক্যামেরা আর ল্যাপটপ নিয়ে ছবিটির ভি়ডিও রেকর্ডিং করে চলেছেন কয়েক জন। তাঁদের হাতেনাতে ধরে পুলিশের হাতে তুলে দেন প্রেক্ষাগৃহের কর্মীরা। ওই ঘটনায় পাঁচ জনকেই গ্রেফতার করা হয়েছে।