Coronavirus

২০ লক্ষের সীমাও পার করল আমেরিকা

গোটা পৃথিবীতে সংক্রমণের গতি এখন সব চেয়ে বেশি। দৈনিক এক লক্ষ লোক আক্রান্ত হচ্ছেন।

Advertisement

সংবাদ সংস্থা

ওয়াশিংটন শেষ আপডেট: ১২ জুন ২০২০ ০৪:৪২
Share:

করোনা-যোদ্ধাদের ধন্যবাদ জানিয়ে ব্যানার লন্ডনের রাস্তায়। বৃহস্পতিবার। রয়টার্স

বিশ লাখ। করোনা-সংক্রমণে এই গণ্ডিও গত কাল পার করে ফেলল আমেরিকা। বিশেষজ্ঞরা বলছেন, ‘বিশ সাল’ শেষ হওয়ার বহু আগেই, সেপ্টেম্বর নাগাদ হয়তো মৃতের সংখ্যা ছুঁয়ে ফেলবে ২,০০,০০০।

Advertisement

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এক সময়ে তাঁর নিজস্ব মেজাজে বলেছিলেন, এক লাখের আগেপিছে এসে মৃত্যু থেমে যাবে। তখনও আমেরিকায় মৃতের সংখ্যা ৬০-৭০ হাজারের ঘরে। সে নিয়ে বিতর্কও বাঁধে। এক লক্ষ নাগরিকের মৃত্যুর পরে সংখ্যাটির মর্ম কী, তা বোঝাতে একটি প্রথম সারির মার্কিন দৈনিকে মৃত ব্যক্তিদের নাম-পরিচয়-তাঁর ভাললাগার কিছু ছাপা হয়েছিল। কিন্তু সে সবও এখন অতীত। গোটা পৃথিবীতে সংক্রমণের গতি এখন সব চেয়ে বেশি। দৈনিক এক লক্ষ লোক আক্রান্ত হচ্ছেন। আমেরিকায় মৃতের সংখ্যা এই মুহূর্তে ১ লাখ ১৫ হাজার ছাড়িয়ে গিয়েছে। ‘হার্ভার্ড গ্লোবাল হেল্‌থ ইনস্টিটিউট’-এর প্রধান আশিষ ঝা একটি মার্কিন টিভি চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে জানিয়েছেন, আমেরিকা আরও অনেক মৃত্যু দেখবে। তিনি বলেন, ‘‘সংক্রমণের গতি যদি এ দেশে আর না-ও বাড়ে, সংক্রমণের রেখাচিত্রটিকে যদি আমরা সরল করেও আনি, এই আশঙ্কা খুব অযৌক্তিক নয়, সেপ্টেম্বরের মধ্যে মৃতের সংখ্যা ২ লক্ষ ছুঁয়ে ফেলবে।’’ ফের বলেন, ‘‘এটা কিন্তু সেপ্টেম্বরের কথা বলছি। সেপ্টেম্বরে এসেই অতিমারি থেমে যাবে না।’’

আগামী মাসগুলোতে ঠিক কী হতে চলেছে, তা নিয়ে চিন্তায় ঝা। জানান, বড় দেশগুলোর মধ্যে একমাত্র আমেরিকাই, এমন ভয়াবহ সংক্রমণ নিয়ন্ত্রণে আসার আগে লকডাউন তুলে দিচ্ছে। নিউ মেক্সিকো, উটা, অ্যারিজ়োনায় সংক্রমণ বৃদ্ধির হার ৪০%। ফ্লরিডা ও আরকানসা— অন্য দুই হটস্পট। এর মধ্যে কৃষ্ণাঙ্গ-হত্যার প্রতিবাদে দেশ জুড়ে বিক্ষোভ চলছে। হোয়াইট হাউস করোনাভাইরাস টাস্ক ফোর্স ফের আশঙ্কা প্রকাশ করেছে, বিক্ষোভ-আন্দোলনের জেরে সংক্রমণ আরও বাড়বে।

Advertisement

ব্রাজিল ও রাশিয়াতেও সংক্রমণ বাড়ছে। ৭ লাখ ৭৫ হাজারের বেশি আক্রান্ত ব্রাজিলে। রাশিয়া আজ সংক্রমণে ৫ লাখের গণ্ডি ছাড়াল। দুই দেশ যথাক্রমে দ্বিতীয় ও তৃতীয় স্থানে।

আরও পড়ুন: চোখের জলে সাক্ষী জর্জের ভাই

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন