International News

বিশ্বের সেরা দেশের তালিকায় নীচে নামল আমেরিকা

মার্কিন প্রেসিডেন্ট হিসাবে ডোনাল্ড ট্রাম্প গদিতে বসতেই কি ধাক্কা খেয়েছে আমেরিকার ভাবমূর্তি? প্রশ্নটা উঠছে সাম্প্রতিক এক সমীক্ষার রিপোর্ট সামনে আসার পর। দুনিয়ার সেরা দেশ কোনটি? আমেরিকার আগেই বা কোন কোন দেশ রয়েছে? কোন দেশই বা দুনিয়ার সেরা? তা জানতে চোখ রাখুন গ্যালারির পাতায়।

Advertisement
সংবাদ সংস্থা
শেষ আপডেট: ০৭ মার্চ ২০১৭ ১৯:২৯
Share:
০১ ১০

আমেরিকা নয়, দুনিয়ার সেরা দেশ হল সুইৎজারল্যান্ড। সুইৎজারল্যান্ডের পরেই রয়েছে কানাডা ও ব্রিটেন।

০২ ১০

তালিকায় আমেরিকার স্থান হয়েছে সাত নম্বরে। গত এক বছরে ক্রমশ ট্রাম্পের দেশের ভাবমূর্তি ক্রমশই<br> নেতিবাচক হয়েছে বলে দাবি ওই রিপোর্টে। অস্ট্রেলিয়াকে সরিয়ে কোনও ক্রমে সাত নম্বর জায়গাটি ধরে রেখেছে আমেরিকা।

Advertisement
০৩ ১০

মার্কিন যুক্তরাষ্ট্রের আগে রয়েছে জার্মানি, জাপান ও সুইডেন। গত বছরেও চার নম্বরে ছিল আমেরিকা।<br> যদিও সেরা শক্তিধর হিসাবে এখনও একে ট্রাম্পের দেশ। সে ক্ষেত্রে রাশিয়া, চিন, গ্রেট ব্রিটেন ও জার্মানির আগেই রয়েছে আমেরিকা।

০৪ ১০

এই অনলাইন সমীক্ষায় অংশ নিয়েছেন ৩৬টি দেশের মোট ২১,৩৭২ জন। আমেরিকা, এশিয়া, ইউরোপ এবং<br> মধ্য এশিয়া ও আফ্রিকার মানুষজন তাঁদের মত জানিয়েছেন। এর মধ্যে ১২,৩৯৬ জন হলেন কলেজ পড়ুয়া<br> ও মধ্য বা উচ্চবিত্ত এবং ৬,৪৮৯ জন ব্যবসায়ী। বাকিরা হলেন সাধারণ নাগরিক।

০৫ ১০

চলতি বছরে মোট ৮০টি দেশকে এই সমীক্ষার তালিকাভুক্ত করা হয়েছে।<br> গত বছরে এই তালিকায় স্থান পেয়েছিল ৬০টি দেশ।

০৬ ১০

সমীক্ষার সময় বিভিন্ন প্রশ্নের মাধ্যামে একটি দেশের ৬৫টি বৈশিষ্ট্য নির্ধারণ করা।<br> এর পর সেই বৈশিষ্ট্যগুলি ন’টি বিভাগে ভাগ করে।

০৭ ১০

ইউএস নিউজের এডিটর ও চিফ কনটেন্ট অফিসার ব্রায়ান কেলি এক বিবৃতিতে বলেন,<br> “রাজনৈতিক ক্ষেত্রে বড়সড় পরিবর্তন ঘটলে কী ভাবে তা দেশের ভাবমূর্তিতেও<br> প্রভাব ফেলে সে ছবিই তুলে ধরতে চেয়েছি আমরা।”

০৮ ১০

কোন কোন ক্ষেত্রে ‘অবনতি’ ঘটেছে আমেরিকার? সমীক্ষায় প্রকাশ, ব্যবসা, নাগরিকত্ব,<br> অ্যাডভেঞ্চার ট্যুরিজম, শিক্ষা, প্রশাসনিক স্তরে স্বচ্ছতার প্রশ্নে নম্বর কমেছে ট্রাম্পের দেশের।

০৯ ১০

সমীক্ষায় অংশগ্রহণকারী প্রায় ৭৫ শতাংশের মতে, ২০১৬-র প্রেসিডেন্ট নির্বাচনের পর<br> মার্কিন সরকারের উপর কিছুটা হলেও আস্থা হারিয়েছে তাঁরা।

১০ ১০

অন্য দিকে, প্রায় ৫০ শতাংশের মতে, গত এক বছরে বিশ্ব জুড়েই অবস্থার অবনতি হয়েছে।<br> বিএভি কনসালটেন্ট-এর চেয়ারম্যান তথা সিইও জন গারজেমা জানিয়েছেন,<br> বিশ্ব জুড়ে যে উদ্বেগের পরিবেশ গড়ে উঠেছে তারই প্রতিফলন ঘটেছে এই তালিকায়।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on:
Advertisement
আরও গ্যালারি
Advertisement