জোড়া বিস্ফোরণ বাগদাদে, হত ৩৮

ইরাকি স্বাস্থ্য দফতর ও পুলিশ সূত্রের খবর, ঘটনায় অন্তত ৩৮ জনের মৃত্যু হয়েছে। জখম অন্তত ১০৫। জখমদের স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১৬ জানুয়ারি ২০১৮ ০১:৫৩
Share:

কফিনবন্দি: নিহতের দেহ কাঁধে পরিজনেরা। সোমবার। ছবি:এএফপি

ফের বাগদাদে জঙ্গিহানা। পর পর দু’টি আত্মঘাতী বিস্ফোরণে কেঁপে উঠল মধ্য বাগদাদের তায়রান স্কোয়ার এলাকার একটি ব্যস্ত বাজার। ঘটনায় ৩৮ জনের মৃত্যু হয়েছে। জখম অন্তত ১০৫।

Advertisement

সোমবারের সকালে তায়রান স্কোয়ারের ওই বাজারে তখন নিত্য শ্রমিকদের ভিড়। ঠিক সে সময়েই কানা ফাটানো বিস্ফোরণে কেঁপে ওঠে এলাকা। তার রেশ কাটতে না কাটতেই দ্বিতীয় বিস্ফোরণ। তত ক্ষণে বোমা মেরে নিজেদের উড়িয়ে দিয়েছে দুই আত্মঘাতী জঙ্গি। আশপাশে ছড়িয়ে ছিটিয়ে পড়ে রয়েছে রক্তাক্ত দেহ। সঙ্গে সঙ্গেই ঘটনাস্থলে পৌঁছয় স্থানীয় পুলিশ ও অ্যাম্বুল্যান্স। ইরাকি সেনা এলাকাটিকে ঘিরে ফেলে।

ইরাকি স্বাস্থ্য দফতর ও পুলিশ সূত্রের খবর, ঘটনায় অন্তত ৩৮ জনের মৃত্যু হয়েছে। জখম অন্তত ১০৫। জখমদের স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। এখনও পর্যন্ত হামলার দায় কেউ স্বীকার না করলেও প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে ওই হামলার পিছনে ইসলামিক স্টেটেরই (আইএস) হাত রয়েছে।

Advertisement

বিস্ফোরণ, জঙ্গি হামলার মতো ঘটনা বাগদাদে কিছু নতুন নয়। তবে মাত্র কয়েক মাস আগেই ইসলামিক স্টেটের হাত থেকে বাগদাদ-সহ ইরাকের বড় অংশ পুনরুদ্ধার করেছে ইরাকি সেনা। ইরাক ও মার্কিন যৌথ বাহিনীর তরফে আগেই সতর্কতা জারি হয়েছিল, এ ভাবেই ইরাকের বিস্তীর্ণএলাকা জুড়ে পাল্টা হামলা চালাবে আইএস। ফলে জোড়া বিস্ফোরণের ঘটনায় সন্ত্রস্ত ইরাকবাসী।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement