আজ শুরু বাংলাদেশের ইউপি ভোট

এই প্রথম বার অনেকটা পশ্চিমবঙ্গের পঞ্চায়েতের আদলে হতে চলেছে বাংলাদেশের ইউনিয়ন পরিষদের (ইউপি) ভোট। আজ, মঙ্গলবার থেকে শুরু হচ্ছে এই ভোট।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

ঢাকা শেষ আপডেট: ২২ মার্চ ২০১৬ ০৩:৩৯
Share:

এই প্রথম বার অনেকটা পশ্চিমবঙ্গের পঞ্চায়েতের আদলে হতে চলেছে বাংলাদেশের ইউনিয়ন পরিষদের (ইউপি) ভোট। আজ, মঙ্গলবার থেকে শুরু হচ্ছে এই ভোট। এর পর ভোট হবে যথাক্রমে ৩১ মার্চ, ২৩ এপ্রিল, ৭ মে, ২৮ মে এবং ৪ জুন। প্রথম দফায় ৩৪টি জেলার ৭৫২টি ইউপি-তে ভোট হবে। এর পর ৩১ মার্চ ৭১০, ২৩ এপ্রিল ৭১১, ৭ মে ৭২৮, ২৮ মে ৭১৪ এবং শেষ দফায় ৬৬০টি ইউপি-তে নির্বাচন হবে।

Advertisement

এর আগে বাংলাদেশে ইউপি প্রার্থীদের জন্য রাজনৈতিক দলের মনোনয়ন বাধ্যতামূলক ছিল না। নয়া আইনে চেয়ারম্যান পদের প্রার্থীদের ক্ষেত্রে তা বাধ্যতামূলক করা হলেও সদস্য পদের প্রার্থীদের নির্দল হিসেবে ভোটে ল়ড়ার সুযোগ রয়েছে। এই কারণেই পুরোপুরি পশ্চিমবঙ্গের পঞ্চায়েতের আদলে ভোট হচ্ছে, তা বলা যাচ্ছে না।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
আরও পড়ুন