International News

সাইকেল আরোহীকে তাড়া করল ভালুক, ভাইরাল ভিডিও

অনেক সময় গভীর রাতে সাইকেল চালিয়ে রাস্তা দিয়ে গেলে পিছনে তাড়া করে আসে রাস্তার কুকুরের দল। কিন্তু ভাবুন তো, হঠাৎ যদি সাইকেল চালাতে চালাতে দেখেন আপনার পিছনে ছুটে আসছে হিংস্র ভালুক, তখন?

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১১ মে ২০১৭ ১১:০৬
Share:

বনের পথে সাইকেল আরোহীকে তাড়া করেছে ভালুক। ছবি: ইউটিউবের সৌজন্যে।

অনেক সময় গভীর রাতে সাইকেল চালিয়ে রাস্তা দিয়ে গেলে পিছনে তাড়া করে আসে রাস্তার কুকুরের দল। কিন্তু ভাবুন তো, হঠাৎ যদি সাইকেল চালাতে চালাতে দেখেন আপনার পিছনে ছুটে আসছে হিংস্র ভালুক, তখন?

Advertisement

এমন ভয়ঙ্কর দৃশ্যই ধরা পড়ল সাম্প্রতিক এক ভিডিওতে। সাইকেল রেস প্রতিযোগিতায় গভীর বনের মধ্যে দিয়ে সাইকেল চালাচ্ছিলেন দুই যুবক। হঠাৎই প্রথম যুবকের সাইকেল লক্ষ্য করে এগিয়ে আসে একটি কালো ভালুক। তাড়া করতে থাকে সাইকেল আরোহীকে। প্রাণভয়ে আরও জোরে সাইকেল ছোটান ওই প্রতিযোগী।

দেখুন সেই ভিডিও

Advertisement

আরও পড়ুন: অন্য ভাবে বিয়ে করলেন ভিন্ন ধর্মের যুগল

তবে কিছু দূর এগনোর পর অবশ্য ওই যুবকের পিছু ছেড়ে ফের জঙ্গলে ঢুকে যায় ভালুকটি। পুরো ঘটনাটি ধরা পড়ে দ্বিতীয় সাইকেল আরোহীর হেলমেটের ক্যামেরায়।

এরপরেই ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় আপলোড করা হয়। মুহূর্তে ভাইরাল হয় ভিডিওটি। মাত্র দু’দিনেই সেই ভিডিওটির ভিউয়ার সংখ্যা ছাড়িয়েছে ৯.৩ লক্ষ।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement