Jamiat Ulema-e-Islam Bangladesh

জামাতকে নির্বাচনে রুখতে আর এক ইসলামপন্থী দলের সঙ্গে সমঝোতা করল বিএনপি, ছাড়ল চারটি আসন

আগামী ১২ ফেব্রুয়ারি একসঙ্গে জাতীয় সংসদের নির্বাচন এবং জুলাই সনদ নিয়ে গণভোট হবে। ইউনূস জমানায় ‘নিষিদ্ধ’ আওয়ামী লীগের অনুপস্থিতিতে লড়াই মূলত ত্রিমুখী হতে চলেছে বলে মনে করা হচ্ছে।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৩ ডিসেম্বর ২০২৫ ১৬:১২
Share:

খালেদা জিয়া। —ফাইল চিত্র।

বাংলাদেশের আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ইসলামপন্থী দল জমিয়তে উলেমায়ে ইসলামের সঙ্গে জোট গড়তে চলেছে প্রাক্তন প্রধানমন্ত্রী খালেদা জিয়ার দল বিএনপি। মঙ্গলবার বিএনপির চেয়ারপার্সন খালেদা জ়িয়ার গুলশানের রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত সাংবাদিক বৈঠকে এ কথা ঘোষণা করেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

Advertisement

বিএনপির মহাসচিব জানান, ৩০০ আসনের জাতীয় সংসদের নির্বাচনে জমিয়তেকে চারটি আসন ছাড়বে বিএনপি। আগামী ১২ ফেব্রুয়ারি একসঙ্গে জাতীয় সংসদের নির্বাচন এবং জুলাই সনদ নিয়ে গণভোট হবে। মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের জমানায় ‘নিষিদ্ধ’ আওয়ামী লীগের অনুপস্থিতিতে লড়াই মূলত ত্রিমুখী হতে চলেছে বলে মনে করা হচ্ছে। এ ক্ষেত্রে বিএনপির অন্য দুই মূল প্রতিদ্বন্দ্বী হল মুক্তিযুদ্ধ-বিরোধী কট্টরপন্থী দল ‘বাংলাদেশ জামায়াতে ইসলামী’ (‘জামাত’ নামেই যা পরিচিত) এবং জুলাই আন্দোলনের ছাত্র-যুব নেতাদের একাংশের গড়া রাজনৈতিক দল ‘জাতীয় নাগরিক পার্টি’ (এনসিপি)।

ঘটনাচক্রে, জামাত এবং এনসিপি দু’দলের সঙ্গেই ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের সখ্য রয়েছে। এই পরিস্থিতিতে ভোট-পরবর্তী সম্ভাব্য জামাত-এনসিপি জোটকে রুখতে তৎপরতা শুরু করেছে বিএনপি। ইসলামপন্থী দল এবং মুক্তিযুদ্ধের সমর্থক হেফাজতে ইসলামের সঙ্গেও এর আগে সমঝোতার বিষয়ে আলোচনা করেছেন খালেদার প্রতিনিধিরা। ফখরুল জানিয়েছেন, এ বারের ভোটে জমিয়তে উলামায়ে ইসলামকে সিলেট-৫, ব্রাহ্মণবাড়িয়া-২, নীলফামারী-১ ও নারায়ণগঞ্জ-৪ আসন ছেড়ে দেবে বিএনপি। এর মধ্যে সিলেট-৫ আসন থেকে ভোটে লড়বেন জমিয়তে উলামায়ে ইসলামের সভাপতি মাওলানা মোহাম্মদ উবায়দুল্লাহ। নীলফামারী-১ আসনে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন জমিয়তের মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement