TikTok Star Death

প্লাস্টিকে মোড়ানো অবস্থায় মেক্সিকোর টিকটক তারকা, তাঁর স্বামী এবং দুই সন্তানের দেহ উদ্ধার, মৃত্যু ঘিরে রহস্য

গারিবের ৪৪ হাজার অনুগামী। বিলাসবহুল জীবনযাপন করতেন তিনি। সমাজমাধ্যমে তাঁর জনপ্রিয়তাও ছিল বিপুল। টিকটকার, তাঁর স্বামী এবং দুই সন্তানের আকস্মিক মৃত্যুতে রহস্য ঘনীভূত হয়েছে।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০২ সেপ্টেম্বর ২০২৫ ১৫:১১
Share:

টিকটক তারকা এসমেরাল্ডা ফেরার গারিবে। ছবি: সংগৃহীত।

প্লাস্টিকে মোড়ানো টিকটক তারকা, তাঁর স্বামী এবং দুই সন্তনের দেহ উদ্ধার হল মেক্সিকোয়। মৃতার নাম এসমেরাল্ডা ফেরার গারিবে। তাঁর স্বামী রবার্তো কার্লোস গিল, পুত্র গেইল সান্টিয়াগো এবং কন্যা রেজিনার দেহ একই ভাবে উদ্ধার হয়েছে সান আন্দ্রেস থেকে।

Advertisement

ল্যাটিন টাইমস-এর প্রতিবেদন বলছে, একটি সিসিটিভি ফুটেজ উদ্ধার করেছে পুলিশ। যে ট্রাক থেকে টিকটকার এবং তাঁর স্বামী, সন্তানের দেহ উদ্ধার হয়েছে, সেই ট্রাকটিকে একটি দোকানের সামনে দাঁড়াতে দেখা গিয়েছে। সেই ফুটেজ থেকে দোকানের হদিস পেয়েছে পুলিশ। তদন্তকারীরা জানাচ্ছেন, ওই দোকানে রক্তের দাগ, কার্তুজের খোল উদ্ধার হয়েছে। তা থেকেই তদন্তকারীদের সন্দেহ, টিকটকারের পরিবারকে এই দোকানেই খুন করে অন্যত্র নিয়ে যাওয়া হয়েছে।

ফরেন্সিক রিপোর্টের অপেক্ষায় রয়েছে পুলিশ। গাড়ি সারানোর ওই দোকানের দুই কর্মীকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হয়। কিন্তু পোক্ত কোনও প্রমাণ না পাওয়ায় তাঁদের ছেড়ে দেওয়া হয়েছে বলে পুলিশ সূত্রে খবর। তবে টিকটাকের পুরো পরিবারের খুনের ঘটনায় হিংসার ছায়া দেখছেন তদন্তকারীরা।

Advertisement

গারিবের ৪৪ হাজার অনুগামী। বিলাসবহুল জীবনযাপন করতেন তিনি। সমাজমাধ্যমে তাঁর জনপ্রিয়তাও ছিল বিপুল। টিকটকার, তাঁর স্বামী এবং দুই সন্তানের আকস্মিক মৃত্যুতে রহস্য ঘনীভূত হয়েছে। কারা তাঁদের খুন করল, খুনের নেপথ্য কোন কারণ, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement