জঙ্গি হামলার আশঙ্কা মালয়েশিয়াতেও

নাশকতার সতর্কবার্তায় স্তব্ধ ব্রাসেলস

প্যারিসের ঘা এখনও দগদগে। তারই মধ্যে এ বার জোড়া সন্ত্রাসের ছায়া দুই মহাদেশে! গোয়ন্দাদের আশঙ্কা, বেলজিয়ামের রাজধানী শহর ব্রাসেলসে প্যারিসের ধাঁচেই চলতে পারে জঙ্গি হামলা। পাশাপাশি, মালয়েশিয়ায় আসিয়ান শীর্ষবৈঠক শুরুর আগেই চোখ রাঙিয়েছে জঙ্গিহানার সতর্কবার্তা।

Advertisement

সংবাদ সংস্থা

ব্রাসেলস ও কুয়ালা লামপুর শেষ আপডেট: ২২ নভেম্বর ২০১৫ ০২:৫৭
Share:

নজরে বন্দি। ব্রাসেলসের গ্র্যান্ড প্লেস বাজারে সেনার সাঁজোয়া গাড়ির নজরদারি। শনিবার। ছবি: রয়টার্স।

প্যারিসের ঘা এখনও দগদগে। তারই মধ্যে এ বার জোড়া সন্ত্রাসের ছায়া দুই মহাদেশে! গোয়ন্দাদের আশঙ্কা, বেলজিয়ামের রাজধানী শহর ব্রাসেলসে প্যারিসের ধাঁচেই চলতে পারে জঙ্গি হামলা। পাশাপাশি, মালয়েশিয়ায় আসিয়ান শীর্ষবৈঠক শুরুর আগেই চোখ রাঙিয়েছে জঙ্গিহানার সতর্কবার্তা।

Advertisement

গত সপ্তাহের প্যারিস-হামলার ধাঁচেই বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে জঙ্গি হামলা চলতে পারে বলে আজ শহরজুড়ে সতর্কতা জারি করল প্রশাসন। তার পরেই নিমেষে খালি করে দেওয়া হয় রাস্তাঘাট-মেট্রো স্টেশন। প্রশাসন সূত্রে জানানো হয়েছে, রবিবার পর্যন্ত শহরের মেট্রো পরিষেবা বন্ধ থাকবে। প্রধানমন্ত্রী চার্লস মিচেল জানিয়েছেন, ব্রাসেলসে বড় ধরনের হামলার আশঙ্কা রয়েছে। তাঁর কথায়, ‘‘এক জন নয়, একাধিক সশস্ত্র জঙ্গি বিভিন্ন জায়গায় হামলা চালাতে পারে। খানিকটা প্যারিসের কায়দাতেই।’’ প্রধানমন্ত্রীর বিবৃতি প্রকাশের সঙ্গে সঙ্গেই ব্রাসেলস জুড়ে শুরু হয়েছে কড়া নজরদারি। রবিবার দুপুরের পরে ফের পরিস্থিতি খতিয়ে দেখা হবে বলেও জানিয়েছেন চার্লস। বন্ধ করে দেওয়া হয়েছে ব্রাসেলসের প্রায় সব দোকান-পাট, শপিং মল, কনসার্ট হল, পানশালা, রেস্তোরাঁ। বাতিল হয়েছে একাধিক অনুষ্ঠান। বন্ধ হয়েছে ফুটবল ম্যাচ। হামলার অশনি সঙ্কেতে কার্যত স্তব্ধ হয়েছে ব্রাসেলস।

২৭তম আসিয়ান শীর্ষ বৈঠকের আগে জঙ্গি-আশঙ্কায় সন্ত্রস্ত মালয়েশিয়াও। কুয়ালা লামপুর পুলিশ সূত্রকে উদ্ধৃত করে একটি ব্রিটিশ দৈনিক দাবি করেছে, কুয়ালা লামপুরে জঙ্গি নাশকতার সতর্কবার্তা দিয়েছেন গোয়েন্দারা। ১৮ জন আত্মঘাতী জঙ্গি শহরে পৌঁছেও গিয়েছে বলে দাবি ওই সংবাদপত্রের। সাংবাদিকদের এই নিয়ে বিস্তারিত তথ্য না দিলেও সতর্কবার্তার কথা স্বীকার করেছেন মালয়েশিয়ার পুলিশ প্রধান খালিদ আবু বকর। আজ, আসিয়ান শীর্ষবৈঠক উপলক্ষে কুয়ালা লামপুরে রয়েছেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী-সহ বিভিন্ন রাষ্ট্রনেতা। ফলে, বৈঠক শুরুর আগে এমন সতর্কবার্তায় চিরুনি তল্লাশি শুরু হয় শহরজুড়ে। প্যারিস হামলার ঠিক পরেই জি-২০ শীর্ষবৈঠক অনুষ্ঠিত হয় তুরস্কে। সেখানেও বৈঠকের আগে জারি হয় জঙ্গি-সতর্কতা। একটি বাড়িতে আত্মঘাতী বিস্ফোরণে আহত হন চার জন পুলিশকর্মীও। এ বার ফের আসিয়ান শীর্ষবৈঠকের আগে মালয়েশিয়ায় মিলল জঙ্গি হামলার সতর্কবার্তা।

Advertisement

আসিয়ান শীর্ষ বৈঠকে আজ ফের জঙ্গিনিধন নিয়ে সরব হন বারাক ওবামা। জানিয়েছেন, ইসলামিক স্টেট (আইএস) জঙ্গিরা পৃথিবীর কোথাও স্বর্গরাজ্য তৈরি করতে পারবে না। দক্ষিণপূর্ব এশিয়ার দেশগুলোকে হাত মিলিয়ে জঙ্গি-মোকাবিলার বার্তা দিয়ে নরেন্দ্র মোদী বলেন, ‘‘বিশ্ব জুড়ে সঙ্কট তৈরি করেছে সন্ত্রাসবাদ। আসিয়ান সদস্যদের যৌথ সহযোগিতায় কী ভাবে স্থানীয় এবং আন্তর্জাতিক পর্যায়ে সন্ত্রাসবাদ প্রতিরোধ করা যায়, তা আমাদের দেখতে হবে।’’ গোয়েন্দাদের একটা সূত্র বলছে, প্যারিসের হামলার পরে মার্কিন বিমানের তৎপরতা

বৃদ্ধি এবং সিরিয়ার আকাশে ফ্রান্সের সক্রিয় উপস্থিতির পরে জঙ্গিরা ফের হামলার ছক কষতে পারে। ফলে, ব্রাসেলস কিংবা কুয়ালা লামপুর— জঙ্গি হামলা সংক্রান্ত আগাম যে কোনও সতর্কবার্তা পেলেই তা মোকাবিলায় সক্রিয় হচ্ছে প্রশাসন। আজ দিনভর কড়া নিরাপত্তা জারি ছিল ব্রাসেলসে। বেলজিয়ামের অভ্যন্তরীণ মন্ত্রী জঁ জঁব জানিয়েছেন, আজ রাত পর্যন্ত পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। পরের পদক্ষেপ আলোচনা করতে আগামিকালই জরুরি বৈঠকে বসার কথা বেলজিয়াম মন্ত্রিসভার।

প্যারিস হামলার পরে বেলজিয়ামের রাজধানী শহরে জঙ্গিদের অবাধ যাতায়াতের বেশ কিছু তথ্য সামনে এসেছে। আজও তুরস্ক থেকে প্যারিস কাণ্ডের তদন্তে বেলজিয়ামের এক নাগরিক গ্রেফতার হয়েছে। অপরাধীদের গ্রেফতার করতে বেলজিয়ামে অভিযান চালিয়েছে ফরাসি পুলিশ। জানা গিয়েছে জার্মানির সীমান্ত-ঘেঁষা বেলজিয়ামের ভেরভিয়ের শহরের একটি বাড়িতে বসেই গত জানুয়ারিতে সন্ত্রাসের ঘুঁটি সাজিয়েছিল প্যারিস হামলার মূল চক্রী আবদেলহামিদ আবাউদ। পুলিশি তৎপরতায় সেই ছক অবশ্য ভেস্তে যায়। তখন আবাউদের হদিস মেলেনি। কিন্তু সংঘর্ষে অন্য দুই জঙ্গির মৃত্যু হয় ।

শরণার্থী-সঙ্কট মোকাবিলায় এখনও বিশ বাঁও জলে ইউরোপীয় ইউনিয়ন। তারই মধ্যে প্যারিস-হানায় শরণার্থী-যোগের অঙ্ক নিয়ে চলছে টানাপড়েন। ইইউ-য়ের খাস তালুক ব্রাসেলসে জঙ্গিদের উপস্থিতির তথ্য প্রকাশ্যে এসেছে। সব মিলিয়ে, জঙ্গি হামলার ছায়া তাড়া করে বেড়াচ্ছে তামাম বিশ্বে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন