Dead Rodent

মহিলার এক অভিযোগে আমেরিকায় বন্ধ হয়ে গেল জাপানি রেস্তরাঁ

নুডলসের সঙ্গে একটি ছোট্ট ইঁদুর জাতীয় প্রাণি। তিনি সেটিকে প্লাস্টিকে চামচ দিয়ে তুলে দেখেন। ঘুরিয়ে ফিরিয়ে দেখে নিশ্চিত হওয়ার চেষ্টা করেন আসলে সেটি কী!

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১৪ মে ২০১৯ ১৭:১৮
Share:

রেস্তোরাঁর খাবারে রডেন্ট। প্রতীকী চিত্র।

এক মহিলার অভিযোগের ভিত্তিতে মার্কিন যুক্তরাষ্ট্রের একটি জাপানি রেস্তরাঁ বন্ধ করে দেওয়া হল। ডেইনিরা কর্টেস নামে এক মহিলা এক জাপানি রেস্তরাঁয় নুডলস অর্ডার করেন। তাঁর অর্ডার করা নুডলসের প্লেটে যা পেয়েছেন তা দেখলে আপনিও চমকে যাবেন।

Advertisement

ডেইনিরা কর্টেস মার্কিন যুক্তরাষ্ট্রের কলম্বাসে পোলারিস মলে যান। সেখানে ইহি জাপান নামে এক রেস্তরাঁয় তেরিয়াকি চিকেন অর্ডার করেন। মাছ বা মুরগির মাংস, সোয়া সসে ম্যারিনেট করার পর গ্রিল করে নুডলসের সঙ্গে পরিবেশন করা হয়।

তেরিয়াকি টেবিলে পৌঁছতেই ডেইনিরা যা দেখলেন তা তাঁর দুঃস্বপ্ন হয়ে থাকবে। তিনি দেখেন নুডলসের সঙ্গে একটি ছোট্ট ইঁদুর জাতীয় প্রাণি। তিনি সেটিকে প্লাস্টিকে চামচ দিয়ে তুলে দেখেন। ঘুরিয়ে ফিরিয়ে দেখে নিশ্চিত হওয়ার চেষ্টা করেন আসলে সেটি কী! গোটা ঘটনা তিনি ভিডিয়ো রেকর্ড করে ফেসবুকে আপলোডও করেদেন।

Advertisement

আরও পড়ুন : ৫ বছরের শিশুর বাড়ির সামনে ফর্মুলা ওয়ান গাড়ি

আরও পড়ুন : বার বার কুকুরকে ঘুষ খাইয়ে বাড়িতে ঢুকছে ভাল্লুক

গোটা ঘটনা জানিয়ে স্বাস্থ্য বিভাগে অভিযোগ জানান ডেইনিরা কর্টেস। তাঁর অভিযোগ পাওয়ার পরতদন্ত করেন হেল্থ ইনস্পেক্টর। দেখা গিয়েছে, রেস্তরাঁর জল বেরনোর নালা দিয়েই মাছি, আরশোলা, নর্দমার নোংরা সবই ঢুকছে। এর পরই রেস্তোরাঁটি বন্ধ করার নির্দেশ দেওয়া হয়।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement