International news

অবতরণ না করে ‘গো অ্যারাউন্ড’-এর সিদ্ধান্তই কি কাল হল বিমানের?

নামতে গিয়েই ল্যান্ডিং গিয়ারের গোলযোগ টের পেয়েছিলেন পাইলট। তাই বিমানটিকে রানওয়েতে স্পর্শ না করিয়েই উড়িয়ে নিতে চেয়েছিলেন। কিন্তু ‘গো অ্যারাউন্ড’-এর সময়েই বিমানের পিছনের অংশটি রানওয়ে স্পর্শ করে ফেলে।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০৪ অগস্ট ২০১৬ ১৭:২৮
Share:

জ্বলছে বোয়িং ৭৭৭। ছবি: টুইটার।

নামতে গিয়েই ল্যান্ডিং গিয়ারের গোলযোগ টের পেয়েছিলেন পাইলট। তাই বিমানটিকে রানওয়েতে স্পর্শ না করিয়েই উড়িয়ে নিতে চেয়েছিলেন। কিন্তু ‘গো অ্যারাউন্ড’-এর সময়েই বিমানের পিছনের অংশটি রানওয়ে স্পর্শ করে ফেলে। রানওয়ের সঙ্গে বিমানের পিছনের অংশের ঘর্ষণে দাউদাউ করে জ্বলে ওঠে বিমানটি।

Advertisement

বুধবার দুবাই আন্তর্জাতিক বিমানবন্দরে এমিরেটস বিমান সংস্থার বোয়িং ৭৭৭ দুর্ঘটনার তদন্তে প্রাথমিক ভাবে এই তথ্য উঠে এসেছে।

দুবাই এয়ার ট্রাফিক কন্ট্রোল সূত্রে খবর, ঠিক সময়েই বিমানের ল্যান্ডিং গিয়ার নামানোর বার্তা দেওয়া হয়েছিল বোয়িং ৭৭৭-কে। কিন্তু রানওয়ে স্পর্শ করার আগের মুহূর্তেই পাইলট ‘গো অ্যারাউন্ড’-এর প্রয়োজনীয়তার কথা জানান। ‘গো অ্যারাউন্ড’ বিমানের একটি রুটিন পদ্ধতি। বিমান বা রানওয়ের কোনও সমস্যায় ল্যান্ডিংয়ের ঠিক আগেই বিমানকে পুনরায় উড়িয়ে নিয়ে যাওয়াকে বলে ‘গো অ্যারাউন্ড’। বোয়িং ৭৭৭-এর ক্ষেত্রেও সেই চেষ্টাই হয়েছিল।

Advertisement

আরও পড়ুন: দুবাই ছুঁয়েই বিমান ছাই, বাঁচলেন যাত্রীরা

এই দুর্ঘটনার সময়ে বিমানটির ভিতরে যাত্রীরা কী করছিলেন তার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। তাতে দেখা যাচ্ছে, বিপদবার্তা দিয়ে এমারজেন্সি গেট খুলে দেওয়ার পর বিমানকর্মীরা যখন যাত্রীদের চটজলদি বাইরে বের করতে উদ্যত, যাত্রীরা তখন নিজেদের ব্যাগ গুছিয়ে নিতে ব্যস্ত। কেউ আবার নিজের ল্যাপটপ খুঁজে না পেয়ে মরিয়া হয়ে ‘ল্যাপটপ ল্যাপটপ’ করে চিৎকারও করছিলেন।

দেখুন ভিডিও:

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন