Festival

বিচিত্র রকমের আলোর উৎসব বিশ্বজুড়ে

দেশ হোক বা বিদেশ, আলোর উৎসবে আজ মাতোয়ারা গোটা বিশ্ব। এক নজরে দেখে নিন বিশ্বের কোথায় কী ভাবে পালিত হচ্ছে দীপাবলি। রইল আলোর উৎসবের কিছু নজর কাড়া ছবি।

Advertisement
নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ১৯ অক্টোবর ২০১৭ ১৯:১৯
Share:
০১ ০৮

মালয়েশিয়ার কুয়ালালামপুরের একটি মন্দিরে দীপাবলি উপলক্ষ্যে পুজো দিচ্ছেন ভক্তেরা। আলোর উৎসবে অশুভকে নাশ করতে প্রতি বছর প্রচুর ভক্তসমাগম হয় ওই মন্দিরে।

০২ ০৮

দীপাবলির উৎসবে মেতে উঠেছে নেপাল। রাজধানী কাঠমাণ্ডু-সহ সারা দেশেই চলছে পাঁচদিনের তিহার উৎসব। এই উৎসবে পশু পাখিদেরও সম্মান জানানো হয়। তার জন্য চলে ‘কাগ তিহার’ ও ‘কুকুর তিহার’। তাছাড়া ভাইয়েরা টিকা দিয়ে বোনেদের মঙ্গল কামনা করেন।

Advertisement
০৩ ০৮

নাচ গানের মাধ্যমে লন্ডনের ত্রাফালগর স্কোয়ারে পালিত হচ্ছে দীপাবলি। প্রতি বছর আলোর উৎসবকে আরও রঙিন করে তুলতে দেশ বিদেশের নানা জাতি, নানা ধর্মের মানুষ ভিড় জমান এখানে।

০৪ ০৮

আলোর উৎসব পালনে পিছিয়ে নেই নিউ ইয়র্কও। টাইম স্কোয়ারে জাঁকজমক সহকারে পালিত হচ্ছে দীপাবলি। নাচ, গান, ঝলমলে পোশাকে সেজে উঠেছেন প্রবাসী ভারতীয়রা। যোগ দিয়েছেন ভিনদেশিরাও। রসনা তৃপ্ত করার জন্য রয়েছে নানা রকম সুস্বাদু ভারতীয় খাবার।

০৫ ০৮

দক্ষিণ আফ্রিকার ডারবানে পালিত হচ্ছে আলোর উৎসব। প্রবাসী ভারতীয়েরা ছাড়াও আলোর উৎসবে যোগ দিয়েছেন নানা দেশের মানুষ। নাচ, গান, প্যারেড, সাংস্কৃতিক অনুষ্ঠানে সেজে উঠেছে ডারবান।

০৬ ০৮

আলোর উৎসবে অশুভকে নাশ করতে শ্রীলঙ্কার রাজধানী কলম্বোর একটি মন্দিরে ভিড় জমিয়েছেন ভক্তেরা। নতুন জামা, অলঙ্কারে সেজে মঙ্গলদ্বীপ জ্বালিয়ে মন্দিরে পুজো দেওয়াই এখানকার আলোর উৎসবের রীতি।

০৭ ০৮

রাজস্থানী নাচ ও গানে জমে উঠেছে নিউ ইয়র্কের দীপাবলি উৎসব।

০৮ ০৮

দ্বীপ জ্বেলে লন্ডনের ত্রাফালগর স্কোয়ারে আলোর উৎসবের সূচনা করছেন মেয়র সাদিক খান।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on:
আরও গ্যালারি
Advertisement