Russia-USA

ইউক্রেনকে অস্ত্র দিয়ে পরিস্থিতি খারাপ করছেন ট্রাম্প! ‘সময়সীমা’ খারিজ করে অভিযোগ রাশিয়ার

গত ১৪ জুলাই কিভের সঙ্গে শান্তি সমঝোতায় আসার জন্য মস্কোকে ৫০ দিনের সময় দিয়েছিলেন ট্রাম্প। এর মধ্যে যুদ্ধ না-থামলে রাশিয়ার বাণিজ্যিক বন্ধুদের উপর ১০০ শতাংশ শুল্ক চাপানোর হুঁশিয়ারিও দিয়েছিলেন তিনি।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৮ জুলাই ২০২৫ ২৩:১৬
Share:

(বাঁ দিকে) রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (ডান দিকে)। —ফাইল চিত্র।

ইউক্রেনের সঙ্গে যুদ্ধবিরতি নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দেওয়া নতুন ‘চরম সময়সীমা’ খারিজ করে দিল রাশিয়া। প্রাক্তন রুশ প্রেসিডেন্ট তথা সে দেশের জাতীয় নিরাপত্তা পরিষদের ডেপুটি চেয়ারম্যান দিমিত্রি মেদভেদেভ সোমবার বলেছেন, ‘‘কিভে নতুন করে অস্ত্র সরবরাহের সিদ্ধান্ত নিয়ে ট্রাম্প নিজেই পুরো পরিস্থিতি ঘোরালো করে তুলেছেন। আমরা তাঁর দেওয়া কোনও সময়সীমা মেনে নেব না।’’

Advertisement

গত ১৪ জুলাই কিভের সঙ্গে শান্তি সমঝোতায় আসার জন্য মস্কোকে ৫০ দিনের সময় দিয়েছিলেন ট্রাম্প। এর মধ্যে যুদ্ধ না-থামলে রাশিয়ার বাণিজ্যিক বন্ধুদের উপর ১০০ শতাংশ শুল্ক চাপানোর হুঁশিয়ারিও দিয়েছিলেন তিনি। কিন্তু সোমবার ট্রাম্প নিজেই নিজের দেওয়া সময়সীমা ‘লঙ্ঘন’ করেন! রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সরকারকে উদ্দেশ করে তিনি বলেন, ‘‘ইউক্রেনের শান্তিচুক্তিতে সম্মত হওয়ার জন্য পুতিনের কাছে ১০-১২ দিন সময় আছে। নয়তো নিষেধাজ্ঞার মুখোমুখি হতে হবে রাশিয়াকে!’’

কিন্তু কেন ‘চরম সময়সীমা’ এগিয়ে আনলেন তিনি? ট্রাম্পের মন্তব্য, ‘‘৫০ দিন অপেক্ষা করার কোনও মানে হয় না।’’ এই আবহে মেদভেদেভের মন্তব্য, ‘‘যুদ্ধবিরতি নিয়ে পদক্ষেপ রাশিয়া তার অবস্থান মেনেই করবে।’’ প্রসঙ্গত, তুরস্কের ইস্তানবুলে যুদ্ধবিরতি নিয়ে মস্কো-কিভ আলোচনা মুলতুবি হয়ে যাওয়ার পরেই গত শুক্রবার থেকে নতুন করে হামলা শুরু করেছে রুশ ফৌজ। সোমবার যুদ্ধের ১২৫০তম দিনে নতুন করে ইউক্রেনের রাজধানী কিভ-সহ একাধির বড় শহরে হামলা চালিয়েছে পুতিনসেনা।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement