Donald Trump-Vladimir Putin

‘পুতিনের কাজে খুশি নই’! ফের রুশ প্রেসিডেন্টের উপর ক্ষোভ উগরে দিলেন ট্রাম্প, বন্ধুত্ব নিয়েও তুললেন প্রশ্ন

যুদ্ধ বন্ধ না-করায় রাশিয়ার বিরুদ্ধে কঠোর পদক্ষেপের পথে হাঁটতে পারে আমেরিকা, সেই ইঙ্গিতও দিলেন ডোনাল্ড ট্রাম্প। তাঁর কথায়, ‘‘আমরা একটি নিষেধাজ্ঞা বিল নিয়ে আলোচনা করছি।’’

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৯ জুলাই ২০২৫ ০৯:৫৯
Share:

(বাঁ দিকে) রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (ডান দিকে)। —ফাইল চিত্র।

রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের কাজে খুশি নন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মস্কোর উপর অতিরিক্ত নিষেধাজ্ঞা আরোপের ভাবনাচিন্তা চলছে বলেও জানান তিনি। অতীতেও পুতিনকে নিয়ে ‘অসন্তোষ’ প্রকাশ করেছিলেন ট্রাম্প। ইউক্রেনের সঙ্গে রাশিয়ার যুদ্ধে মৃত্যুর সংখ্যা বাড়তে থাকায় আবার হতাশার কথা জানালেন মার্কিন প্রেসিডেন্ট। পাশাপাশি পুতিনের সঙ্গে তাঁর বন্ধুত্ব নিয়েও প্রশ্ন তুলে দিলেন ট্রাম্প।

Advertisement

মঙ্গলবার (স্থানীয় সময়) ট্রাম্পকে ইউক্রেন-রাশিয়া যুদ্ধ নিয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, ‘‘আমি পুতিনের কাজে খুশি নই, কারণ উনি প্রচুর মানুষকে হত্যা করছেন। বিষয়টা আরও কঠিন হয়ে উঠছে।’’ হোয়াইট হাউসে ক্যাবিনেট বৈঠকেও ওঠে ইউক্রেন-রাশিয়া যুদ্ধ প্রসঙ্গ। সেই বৈঠকে পুতিনের ভূমিকা নিয়ে অসন্তোষ প্রকাশ করেন মার্কিন প্রেসিডেন্ট। তিনি বলেন, ‘‘পুতিন আমাদের উপর আক্রমণ করেন। এটা কী ধরনের বন্ধুত্ব?’’ একই সঙ্গে ট্রাম্প জানান, ইউক্রেনে ‘নৃশংস’ অভিযান চালানোর ব্যাপারে পুতিনের কূটনৈতিক দৃষ্টিভঙ্গি উপহাসের সমান।

যুদ্ধ বন্ধ না-করায় রাশিয়ার বিরুদ্ধে কঠোর পদক্ষেপের পথে হাঁটতে পারে আমেরিকা, সেই ইঙ্গিতও দিলেন ট্রাম্প। তাঁর কথায়, ‘‘আমরা একটি নিষেধাজ্ঞা বিল নিয়ে আলোচনা করছি। খুব শীঘ্রই বিষয়টি জানতে পারবেন সকলে।’’ রাশিয়ার সঙ্গে যুদ্ধে ইউক্রেনকে প্রথম থেকেই সমর্থন করে আসছে আমেরিকা। তবে ট্রাম্প ক্ষমতায় এসে রাশিয়ার সঙ্গে বন্ধুত্ব বৃদ্ধির কৌশল নেন। পদক্ষেপ হিসাবে ইউক্রেনকে সামরিক সাহায্য বন্ধের কথা বলেছিলেন মার্কিন প্রেসিডেন্ট। তিনি চেয়েছিলেন, রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্ধ করতে। কিন্তু এখনও পর্যন্ত কোনও সমাধানসূত্র বার না হওয়ায় পুতিনকেই দায়ী করেন ট্রাম্প। সেই কারণে আবার রাশিয়ার উপর নিষেধাজ্ঞা জারি করতে পারেন বলেও ইঙ্গিত দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট।

Advertisement

উল্লেখ্য, মাস ছয় আগে রাশিয়ার উপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নিয়েছিল আমেরিকা। যুদ্ধ শেষ করার জন্য পুতিনকে রাজি করানোর চেষ্টার লক্ষ্যেই ছিল এই পদক্ষেপ। তবে আবার রাশিয়ার উপর নিষেধাজ্ঞা চাপানো হতে পারে।

দ্বিতীয় বার আমেরিকার প্রেসিডেন্ট হওয়ার পরেই ইউক্রেন এবং রাশিয়ার মধ্যে চলমান যুদ্ধ থামাতে উদ্যোগী হন ট্রাম্প। দু’পক্ষের সঙ্গেই একাধিক বার যুদ্ধবিরতি নিয়ে আলোচনাও করেন। কিন্তু এখনও পর্যন্ত কোনও সমাধানসূত্র বার হয়নি। কেউই যুদ্ধবিরতির শর্তে রাজি হয়নি। প্রায় প্রতি দিনই নতুন করে একে অন্যের বিরুদ্ধে হামলা চালাচ্ছে। ধ্বংস হচ্ছে একের পর এক শহর। সেই সঙ্গে অব্যাহত মৃত্যুমিছিল।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement