Thailand Cambodia Border Conflict

আরও দুই পড়শির যুদ্ধ ‘থামিয়ে দিলেন’ ট্রাম্প! সংঘর্ষবিরতিতে রাজি তাইল্যান্ড ও কম্বোডিয়া, উঠল ভারত-পাক প্রসঙ্গও

গত তিন দিন ধরে তাইল্যান্ড ও কম্বোডিয়ার মধ্যে সীমান্তবিরোধ চলছে। তার ফলে বহু প্রাণহানি ঘটেছে। ঘরছাড়া হয়েছেন লক্ষাধিক মানুষ। যুদ্ধরত দুই দেশকে বিরতিতে রাজি করিয়েছেন, দাবি ট্রাম্পের।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৭ জুলাই ২০২৫ ০৭:৫২
Share:

আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। —ফাইল চিত্র।

আরও দুই পড়শি দেশের মধ্যে যুদ্ধ থামিয়ে দিয়েছেন, দাবি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। তাইল্যান্ড এবং কম্বোডিয়ার মধ্যে গত তিন দিন ধরে যে রক্তক্ষয়ী সংগ্রাম চলছিল, তা থামতে চলেছে। ট্রাম্প সমাজমাধ্যমে ঘোষণা করেছেন, এই দুই দেশই যুদ্ধ থামাতে সম্মত হয়েছে। দুই দেশের সঙ্গে কথা বলে শান্তির পক্ষে সওয়াল করেন ট্রাম্প। যুদ্ধ না থামালে আমেরিকা তাদের সঙ্গে বাণিজ্যচুক্তি করবে না বলে জানিয়ে দিয়েছিল। তার পরেই তাইল্যান্ড এবং কম্বোডিয়া সংঘর্ষবিরতিতে রাজি হয়েছে বলে ট্রাম্পের দাবি। এই ঘোষণার পর ভারত এবং পাকিস্তানের মধ্যে সংঘর্ষের প্রসঙ্গ টেনেছেন মার্কিন প্রেসিডেন্ট। জানিয়েছেন, তাইল্যান্ড-কম্বোডিয়ার সীমান্তবিরোধ তাঁকে ভারত-পাক সংঘর্ষের কথা মনে করিয়ে দিয়েছে।

Advertisement

শনিবার (আমেরিকার স্থানীয় সময়) ট্রাম্প সমাজমাধ্যমে লেখেন, ‘‘কম্বোডিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে ফোনে খুব ভাল কথা হল। তাইল্যান্ডের ভারপ্রাপ্ত প্রধানমন্ত্রীর সঙ্গে আমার কী কথা হয়েছে, তা ওঁকে জানালাম। দুই দেশই অবিলম্বে সংঘর্ষবিরতি এবং শান্তি স্থাপনের দিকে তাকিয়ে। আমেরিকার সঙ্গে বাণিজ্যের টেবিলে বসতেও তারা আগ্রহী। কিন্তু যুদ্ধ সম্পূর্ণ না-থামলে সেটা সম্ভব নয়। দুই দেশ অবিলম্বে সংঘর্ষবিরতিতে রাজি হয়েছে। তাদের সঙ্গে কথা বলে ভাল লাগল। দুই দেশেরই দীর্ঘ ইতিহাস এবং সমৃদ্ধ সংস্কৃতি রয়েছে। আশা করি, আরও বহু বছর তারা একসঙ্গে থাকতে পারবে। শান্তি স্থাপিত হলে আমি এই দুই দেশের সঙ্গে বাণিজ্য নিয়ে আলোচনায় বসব।’’

তাইল্যান্ডের ভারপ্রাপ্ত প্রধানমন্ত্রী ফুমথাম ওয়েচায়াচাই সমাজমাধ্যমে একটি পোস্টে জানিয়েছেন, তিনি সংঘর্ষবিরতির জন্য নীতিগত ভাবে আগ্রহী। তবে কম্বোডিয়ার তরফেও আন্তরিক উদ্দেশ্য থাকা দরকার বলে মনে করেন তিনি। এই বার্তা কম্বোডিয়ার কাছে পৌঁছে দেওয়ার জন্য ট্রাম্পকে অনুরোধও করেছেন ফুমথাম। অর্থাৎ, ট্রাম্পের মধ্যস্থতাকে তিনি মান্যতা দিয়েছেন।

Advertisement

কম্বোডিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলার পর ট্রাম্প বলেছেন, ‘‘দুই দেশের সঙ্গেই বাণিজ্য নিয়ে আমাদের আলোচনা হওয়ার কথা। কিন্তু তারা যদি যুদ্ধ চালিয়ে যায়, বাণিজ্য হবে না। এই যুদ্ধে অনেক মানুষ মারা যাচ্ছেন। ভারত এবং পাকিস্তানের মধ্যে সংঘর্ষের কথা মনে পড়ে যাচ্ছে আমার। ওই সংঘর্ষ আমরা সফল ভাবে থামাতে পেরেছিলাম।’’

উল্লেখ্য, গত ২২ এপ্রিল পহেলগাঁওয়ে জঙ্গি হামলার পর পাকিস্তানকে দায়ী করেছিল ভারত। মে মাসে তাদের বিরুদ্ধে সেনা অভিযান চালানো হয়। ‘অপারেশন সিঁদুর’-এ ধ্বংস হয় একাধিক পাকিস্তানি জঙ্গি ঘাঁটি। তার পর টানা চার দিন দুই দেশের মধ্যে সংঘর্ষ চলেছিল। ট্রাম্প প্রথম জানিয়েছিলেন, ভারত এবং পাকিস্তান সংঘর্ষবিরতিতে সম্মত হয়েছে। তিনি একাধিক বার দাবি করেছেন, আমেরিকার মধ্যস্থতাতেই পরমাণু শক্তিধর এই দুই দেশের মধ্যে সংঘর্ষবিরতি সম্ভব হচ্ছে। কিন্তু নয়াদিল্লি সেই দাবি উড়িয়ে দিয়েছে।

ভারতের পূর্বের প্রতিবেশী মায়ানমারের পূর্ব সীমান্তে রয়েছে তাইল্যান্ড এবং কম্বোডিয়া। গত তিন দিন ধরে এই দুই পড়শির মধ্যে সীমান্তবিরোধ চলছে। তার ফলে ৩০-এর বেশি মানুষের মৃত্যু হয়েছে। লক্ষাধিক মানুষ ঘরছাড়া। অবশেষে সেই সংঘর্ষেও হস্তক্ষেপ এবং বিরতির কথা ঘোষণা করলেন ট্রাম্প।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement