(বাঁ দিক থেকে) ভ্লাদিমির পুতিন, ডোনাল্ড ট্রাম্প এবং ভলোদিমির জ়েলেনস্কি। গ্রাফিক: আনন্দবাজার ডট কম।
রাশিয়া-ইউক্রেন সমস্যা সমাধানের লক্ষ্যে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাহায্য চেয়ে আগামী শুক্রবার হোয়াইট হাউসে যাবেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জ়েলেনস্কি। তার আগেই রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে ফোনে কথা বললেন ট্রাম্প। তার পরে নিজের সমাজ মাধ্যম ‘ট্রুথ’-এ জানালেন, নির্ধারিত দিনে হাঙ্গেরির রাজধানী বুদাপেস্ট-এ তিনি সাক্ষাৎ করবেন পুতিনের সঙ্গে।
দুই রাষ্ট্রপ্রধানের ফোনালাপ প্রসঙ্গে ট্রাম্প লিখেছেন, ‘‘বড় অগ্রগতি’’। অন্যদিকে, ইউক্রেনকে ইতিমধ্যেই টমাহক্ মিসাইল দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে আমেরিকা। আগামী শুক্রবার মার্কিন প্রেসিডেন্টের দ্বারস্থ হবেন ইউক্রেনের প্রেসিডেন্ট। কয়েক দিন আগেই ‘গাজার মতো শান্তি’ ফেরাতে বলে ট্রাম্পকে ফোনে অনুরোধও জানিয়েছিলেন জ়েলেনস্কি। ইউক্রেনের জ়াপোরিজ়িয়া পরমাণু বিদ্যুৎ কেন্দ্র থেকে বিদ্যুৎ সংযোগের লাইন রাশিয়া বিচ্ছিন্ন করে দিয়েছে বলেও অভিযোগ তুলেছিল জ়েলেনস্কির দেশ।
শান্তি ফেরানোর লক্ষ্যে এ বারে ট্রাম্প কী পদক্ষেপ নেন ও ‘বড় অগ্রগতি’ কী তা বোঝা যাবে ট্রাম্পের সঙ্গে জ়েলেনস্কি ও পুতিনের আলাদা আলাদা বৈঠকের পরেই।