International

২১ দিন পর চিনা প্রেসিডেন্টকে চিঠি ট্রাম্পের

শত্রু’র দিকে বন্ধুত্বের হাত বাড়িয়ে দিলেন নতুন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প! শপথ নেওয়ার ২১ দিন পর। ক্ষমতাসীন হয়ে ১৮টি দেশের প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রীকে টেলিফোন করলেও এত দিন চিনের প্রেসিডেন্ট শি চিনফিংকে টেলিফোন করার সময় পাননি নতুন মার্কিন প্রেসিডেন্ট।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০৯ ফেব্রুয়ারি ২০১৭ ১৮:৪২
Share:

শত্রু’র দিকে বন্ধুত্বের হাত বাড়িয়ে দিলেন নতুন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প! শপথ নেওয়ার ২১ দিন পর।

Advertisement

ক্ষমতাসীন হয়ে ১৮টি দেশের প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রীকে টেলিফোন করলেও এত দিন চিনের প্রেসিডেন্ট শি চিনফিংকে টেলিফোন করার সময় পাননি নতুন মার্কিন প্রেসিডেন্ট। চিনা নববর্ষ শুরু হওয়ার ১১ দিন পর শেষমেশ বুধবার চিনের প্রেসিডেন্টকে চিঠি পাঠালেন প্রেসিডেন্ট ট্রাম্প। আর সেই চিঠিতে চিনকে ‘সমৃদ্ধির শুভেচ্ছা’ জানালেন নতুন মার্কিন প্রেসিডেন্ট।

আরও পড়ুন- গ্রিন কার্ড হোল্ডারদের সংখ্যা অর্ধেক হতে পারে আমেরিকায়

Advertisement

হোয়াইট হাউস জানিয়েছে, ওই চিঠিতে প্রেসিডেন্ট ট্রাম্প আমেরিকা ও চিনের মধ্যে ‘গঠনমূলক সম্পর্ক’কে আরও জোরদার করে তোলার ওপর জোর দিয়েছেন। তাঁর শপথ অনুষ্ঠানে যে শুভেচ্ছা বার্তা পাঠিয়েছিলেন চিনের প্রেসিডেন্ট, তার জন্যেও ধন্যবাদ জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। তবে গোটা চিঠিটাই কূটনৈতিক ভাষায় লেখা বলে ট্রাম্প প্রশাসন সূত্রের খবর।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement