Fire in Dhaka Airport

ঢাকা বিমানবন্দরে আগুন, পুড়ল ‘কার্গো হোল্ড’! উড়ান পরিষেবা আপাতত বন্ধ, নামাতে হল সেনাও

জানা গিয়েছে, আগুনের তীব্রতা অনেকটাই বেশি। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছোয় একের পর এক দমকলের ইঞ্জিন। সংবাদমাধ্যম ‘প্রথম আলো’ জানিয়েছে, অন্তত ৩০টি দমকলের ইঞ্জিন আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টায় কাজ করছে।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৮ অক্টোবর ২০২৫ ১৭:১৬
Share:

ঢাকা বিমানবন্দরে অগ্নিকাণ্ড। ছবি: সংগৃহীত।

ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অগ্নিকাণ্ড। বিমানবন্দরের ‘কার্গো হোল্ড’ (যেখানে জিনিসপত্র রাখা হয়) এলাকায় আগুন লাগার ঘটনা ঘটে শনিবার দুপুরে (স্থানীয় সময়)। সেই অগ্নিকাণ্ডের জেরে ঢাকা বিমানবন্দরে বিমান ওঠানামা সাময়িক ভাবে স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছেন কর্তৃপক্ষ।

Advertisement

বাংলাদেশের সংবাদমাধ্যম ‘প্রথম আলো’র প্রতিবেদন অনুযায়ী, স্থানীয় সময় শনিবার দুপুর আড়াইটে নাগাদ আগুন লাগে ঢাকা বিমানবন্দরের ‘কার্গো হোল্ড’ এলাকায়। দ্রুত সেই আগুন ছড়িয়ে পড়ে আশপাশে। ওই ‘কার্গো হোল্ড’-এর যে অংশে আগুন লেগেছে বলে খবর, সেখানে আমদানি পণ্য মজুত রাখা হয়। ফলে ক্ষতির আশঙ্কা করা হচ্ছে।

আগুনের তীব্রতা অনেকটাই বেশি। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছোয় একের পর এক দমকলের ইঞ্জিন। ‘প্রথম আলো’ জানিয়েছে, কমপক্ষে ৩০টি দমকলের ইঞ্জিন আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টায় কাজ করছে। তবে বিকেল ৫টা পর্যন্ত (ভারতীয় সময়) আগুন নিয়ন্ত্রণে আসেনি। প্রয়োজনে আরও দমকলের ইঞ্জিন আগুন নেবানোর কাজে লাগানো হবে। আগুন নেবানো এবং উদ্ধারকাজে হাত লাগিয়েছে বাংলাদেশের সীমান্তবর্তী বাহিনীও। রয়েছে বাংলাদেশের সেনাও। কী ভাবে আগুন লাগল, তা এখনও স্পষ্ট নয়।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement