International News

নৌকা করে এই হোটেলে এসে দেখুন সুমেরুপ্রভার ৩৬০ ডিগ্রি ভিউ!

চারদিকে বরফে ঢাকা পাহাড়। হাতের নাগালেই হিমবাহ। হাড় হিম করে দেওয়া ঠান্ডা। কিন্তু তার মধ্যেও প্রকৃতিকে খুব কাছ থেকে অনুভব করার সুযোগ এনে দিচ্ছে সার্ট।

Advertisement
নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ০৩ অক্টোবর ২০১৮ ১২:১০
Share:
০১ ০৮

চারদিকে বরফে ঢাকা পাহাড়। হাতের নাগালেই হিমবাহ। হাড় হিম করে দেওয়া ঠান্ডা। কিন্তু তার মধ্যেও প্রকৃতিকে খুব কাছ থেকে অনুভব করার সুযোগ এনে দিচ্ছে সার্ট।

০২ ০৮

সার্ট, নরওয়ের একটি বিলাসবহুল হোটেল। বিশেষত্ব হল, গোটা হোটেলটাই একটা ‘পাওয়ার হাউস’। অর্থাত্ হোটেলের বাইরের প্রায় প্রতিটা কোণ থেকেই তৈরি হয় এনার্জি। যা বিশ্বের প্রথম।

Advertisement
০৩ ০৮

মিরিস, স্নোহেট্টা এবং পাওয়ার হাউসের যৌথ উদ্যোগে হোটেলটি তৈরি করা হচ্ছে। ২০২১-এ হোটেলটি চালু করার পরিকল্পনা রয়েছে বলে নির্মাতারা জানিয়েছেন।

০৪ ০৮

উত্তর নরওয়ের সার্টিসেন হিমবাহের পাদদেশে হোটেলটি বানানো হচ্ছে। এটিই বিশ্বের প্রথম এনার্জি পজিটিভ হোটেল।

০৫ ০৮

এনার্জি পজিটিভ করার জন্য হোটেলটির আকৃতি গোল করা হচ্ছে। যাতে সব ঘরগুলোতে পর্যাপ্ত সূর্যের আলো ঢোকে। হোটেলের পুরো ছাদটাই সোলার প্যানেলে ঢাকা থাকবে।

০৬ ০৮

হোটেলটি থেকে হিমবাহ এবং প্রকৃতির ৩৬০ ডিগ্রি ভিউ উপভোগ করা যাবে। শীতের সময় উপভোগ করা যাবে সুমেরুপ্রভাও।

০৭ ০৮

হোটেলের কিছু অংশ থাকবে হল্যান্ডসফিয়র্ডেনের বরফগলা জলের উপর। কাঠের পোলের উপর থাকবে সেই অংশটি।

০৮ ০৮

পরিবেশের কথা মাথায় রেখে হোটেলে গাড়ি নিয়ে ঢোকার অনুমতি দেওয়া হবে না। শুধুমাত্র কায়াক অথবা নৌকা করেই যেতে পারবেন পর্যটকরা। বোরো শহর থেকে হোটেলে যাওয়ার জন্য এনার্জি নিউট্রাল বোট শাটলের ব্যবস্থাও থাকবে বলে জানা গিয়েছে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on:
আরও গ্যালারি
Advertisement