International News

কাবুলে মার্কিন বিশ্ববিদ্যালয়ে বন্দুকবাজের হামলায় হত ১, জখম অন্তত ১৪

ভরসন্ধ্যায় প্রবল বিস্ফোরণে কেঁপে উঠল কাবুলের আমেরিকান বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণ। বিস্ফোরণের সঙ্গে সঙ্গে বিশ্ববিদ্যালয়ের ভিতর থেকে গুলিচালনারও আওয়াজ শোনা গিয়েছে। বুধবারের এই হামলার ঘটনায় এখনও পর্যন্ত নিহত হয়েছেন এক জন। তবে প্রশাসন সূত্রে খবর, স্থানীয় হাসপাতালে অন্ততপক্ষে ১৪ জন গুরুতর আহতকে ভর্তি করানো হয়েছে। এখনও পর্যন্ত কোনও জঙ্গি গোষ্ঠী এই হালমার দায় স্বীকার করেনি।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২৪ অগস্ট ২০১৬ ২২:০২
Share:

—ফাইল চিত্র।

ভরসন্ধ্যায় প্রবল বিস্ফোরণে কেঁপে উঠল কাবুলের আমেরিকান বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণ। বিস্ফোরণের সঙ্গে সঙ্গে বিশ্ববিদ্যালয়ের ভিতর থেকে গুলিচালনারও আওয়াজ শোনা গিয়েছে। বুধবারের এই হামলার ঘটনায় এখনও পর্যন্ত নিহত হয়েছেন এক জন। তবে প্রশাসন সূত্রে খবর, স্থানীয় হাসপাতালে অন্ততপক্ষে ১৪ জন গুরুতর আহতকে ভর্তি করানো হয়েছে। এখনও পর্যন্ত কোনও জঙ্গি গোষ্ঠী এই হালমার দায় স্বীকার করেনি।

Advertisement

এ দিন হামলার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় বিশাল পুলিশ বাহিনী। গোটা বিশ্ববিদ্যালয় চত্বর ঘিরে রেখেছে বিশেষ নিরাপত্তারক্ষী বহিনীর জওয়ানরা। তবে এখনও পর্যন্ত হামলাকারীর পরিচয় জানা যায়নি। তবে কাবুলের পুলিশের মুখপাত্র সাদিক সিদ্দিকি জানিয়েছেন, ঘটনাস্থলে এক জন হামলাকারী রয়েছে বলে প্রাথমিক ভাবে অনুমান করা হচ্ছে। বিশ্ববিদ্যালয়ে প্রেসিডেন্ট বলেন, “আমরা পরিস্থিতি বোঝার চেষ্টা করছি।”

বিশ্ববিদ্যালয়ের এক ছাত্র আহমেদ মুখতার জানিয়েছেন, প্রায় ১০০ মিটার দূর থেকে প্রবল বিস্ফোরণের আওয়াজ শুনতে পেয়েছেন তিনি। অন্য এক ছাত্র টেলিফোনে জানিয়েছেন, বিশ্ববিদ্যালয়ের ভিতরে তাঁরা আটকে রয়েছেন।

Advertisement

আরও পড়ুন

মধ্য ইতালিতে প্রবল ভূমিকম্প, ‘নিশ্চিহ্ন’ আস্ত একটা শহর

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement