Houthi Attack

লোহিত সাগরে হুথির ড্রোনবোট হামলা! ডুবছে পণ্যবাহী জাহাজ, নাবিকদের উদ্ধারে সক্রিয় ব্রিটেন

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৭ জুলাই ২০২৫ ২১:৪৮
Share:

ছবি: সংগৃহীত।

প্রথমে স্পিডবোট থেকে রকেট লঞ্চার নিয়ে হামলা। তার পরে একের পর এক বিস্ফোরক বোঝাই চালকহীন জলযানের (ড্রোনবোট) আক্রমণ! লোহিত সাগরে ইয়েমেনের হুথি বিদ্রোহীদের সাঁড়াশি হানায় আগুন ধরে গেল লাইবেরিয়ার পণ্যবাহী জাহাজ ‘ম্যাজিক সিজ়’-এ।

Advertisement

জাহাজটি ধীরে ধীরে সমুদ্রে তলিয়ে যেতে শুরু করেছে বলে ব্রিটেনের বাণিজ্যিক জাহাজ চলাচলের উপর নজরদারি সংস্থা ইউকেএমটিও (ইউনাইটেড কিংডম মেরিটাইম ট্রেড অপারেশনস) জানিয়েছে। এই পরিস্থিতিতে শুরু হয়েছে নাবিকদের উদ্ধারের তৎপরতা। ইয়েমেনের হুথি নিয়ন্ত্রিত বন্দর শহর আল হুদায়েদা থেকে ৫১ নটিক্যাল মাইল (প্রায় ৯৫ কিলোমিটার) দক্ষিণ-পশ্চিমে রবিবার রাত থেকে বেশ কয়েক দফায় পণ্যবাহী জাহাজটিতে হামলা চালানো হয়। সোমবার শেষ দফার হামলা চালায় বিস্ফোরক বোঝাই কয়েকটি ড্রোনবোট। যার মধ্যে দু’টি জাহাজটিকে আঘাত করে।

হুথি-নিয়ন্ত্রিত উপগ্রহ চ্যানেল আল-মাসিরাহ সোমবার হামলার দায় স্বীকার করেছে। এই পরিস্থিতিতে সোমবার থেকে ইজ়রায়েল সেনা দফায় দফায় ক্ষেপণাস্ত্র এবং ড্রোন হামলা চালিয়েছে ইয়েমেনের বিভিন্ন হুথি ঘাঁটিতে। একটি পরিসংখ্যান জানাচ্ছে, ২০২৩ সালের থেকে ২০২৫ সালের জানুয়ারি পর্যন্ত শিয়া ব্রিদ্রোহী বাহিনী হুথি লোহিত সাগরে ১০০টির বেশি বাণিজ্যিক জাহাজে হামলা চালিয়েছে। হুথি হানায় এর আগে দু’টি পণ্যবাহী জাহাজ ডুবে গিয়েছে। চার জন নাবিক নিহত হয়েছে। পশ্চিম এশিয়ায় তেল আভিভের বিরুদ্ধে তেহরানের ‘যৌথ প্রতিরোধমূলক কর্মসূচি’ (অ্যাক্সিস অফ রেজ়িস্ট্যান্স)-তে গাজ়ার হামাস, লেবাননের হিজ়বুল্লা, ইরাকের ‘পপুলার মোবিলাইজ়েশন ফোর্স’ (এমপিএফ)-এর পাশাপাশি রয়েছে ইয়েমেনের হুথি বাহিনীও।

Advertisement

গত বছরের ডিসেম্বরে হুথি বাহিনী ইজ়রায়েলে হাইপারসনিক (শব্দের চেয়ে পাঁচ গুণ বা তার বেশি গতিসম্পন্ন) ক্ষেপণাস্ত্র ‘প্যালেস্টাইন-২’ দিয়ে হামলা চালিয়েছিল। তার পর থেকে ইজ়রায়েলও ধারাবাহিক হামলা চালাচ্ছে ইয়েমেনে। কিন্তু হুথি নেতৃত্ব কোনও অবস্থাতেই তেল আভিভের সঙ্গে সমঝোতার রাস্তায় হাঁটবেন না বলে জানিয়ে দিয়েছেন ইতিমধ্যেই। ২০২৩-এর অক্টোবরে গাজ়ায় সংঘর্ষ শুরুর পরেই ইজ়রায়েলের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছিল হুথি। পশ্চিম এশিয়ায় মোতায়েন মার্কিন সেনার সেন্ট্রাল কমান্ডের (সেন্টিকম) বাহিনী চলতি বছরের গোড়া থেকে হুথি ঘাঁটির উপর হামলা শুরু করেছে। সৌদি আরবের মদতপুষ্ট ইয়েমেনের সুন্নি মুসলিম গোষ্ঠীর সরকারও তাদের বিরুদ্ধে অভিযান চালাচ্ছে। কিন্তু রাজধানী সানার উত্তরের বিভিন্ন অংশ এখনও হুথি নিয়ন্ত্রণে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement