International News

ট্রাম্প বোধহয় আমার প্রেমে পড়েছেন! বললেন সোয়ার্ৎজেনেগার

মেরিল স্ট্রিপের পর এ বার ডোনাল্ড ট্রাম্পকে একহাত নিলেন আর্নল্ড সোয়ার্ৎজেনেগার। মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে বেশ কয়েক দিন ধরেই বাগযুদ্ধ চলছে তাঁর।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১২ মার্চ ২০১৭ ১৭:২৮
Share:

মেরিল স্ট্রিপের পর এ বার ডোনাল্ড ট্রাম্পকে একহাত নিলেন আর্নল্ড সোয়ার্ৎজেনেগার। মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে বেশ কয়েক দিন ধরেই বাগযুদ্ধ চলছে তাঁর। টেলিভিশনের একটি রিয়্যালিটি শো’ থেকে সরে দাঁড়ানোর পর থেকেই তাঁকে কটাক্ষ করা শুরু করেন ট্রাম্প। সোয়ার্ৎজেনেগারকে উদ্দেশ করে টুইট করতে থাকেন তিনি। ‘টারমিনেটর’ স্টার পাল্টা কটাক্ষ করেন, ‘‘ট্রাম্প বোধহয় আমার প্রতি ‘আসক্ত’!’’

Advertisement

আরও পড়ুন

ভারতীয় বংশোদ্ভূত মার্কিন অ্যাটর্নি প্রীত ভারারা বরখাস্ত

Advertisement

২০০৪-এ ‘দ্য অ্যাপ্রেনটিস’ নামের ওই শো শুরু করেছিলেন ধনকুবের ডোনাল্ড ট্রাম্প। গত ১৫ মরসুম ধরেই বেশ জনপ্রিয় মার্কিন টেলিভিশনের ওই অনুষ্ঠান। শো’য়ের কার্যনির্বাহী প্রযোজক ছাড়াও তার সঞ্চালনায় ছিলেন স্বয়ং ট্রাম্প। তবে রাজনীতির আঙিনায় পা রাখার পর থেকেই সঞ্চালনা ছেড়ে দেন তিনি। সেই ভূমিকায় আসেন হলিউড অভিনেতা তথা ক্যালিফোর্নিয়ার প্রাক্তন রিপাবলিকান গভর্নর সোয়ার্ৎজেনেগার। সম্প্রতি সোয়ার্ৎজেনেগার জানিয়েছিলেন, ওই শো থেকে সরে যাচ্ছেন তিনি। কিন্তু, তা নিয়ে টুইটারে ব্যঙ্গ করতে থাকেন ট্রাম্প। গত সপ্তাহে তিনি বলেন, “স্বেচ্ছায় নয়, আসলে সোয়ার্ৎজেনেগারকে ওই শো থেকে বের করে দেওয়া হয়েছে।” ট্রাম্পের আরও দাবি, হলিউড অভিনেতার জন্যই ওই টেলি-শো’য়ের রেটিং পড়তে থাকে। এতেই যেন আরও চটে যান সোয়ার্ৎজেনেগার। রেডিয়োর একটি অনুষ্ঠানে তাঁকে প্রশ্ন করা হয়, টুইটারে সারা ক্ষণ তাঁকে নিয়েই কেন কথা বলে চলেছেন ট্রাম্প? তাতে সোয়ার্ৎজেনেগার বলেন, “ডোনাল্ড ট্রাম্প বোধহয় আমার প্রেমে পড়েছেন!”

এর আগেও হলিউডের একাধিক সেলিব্রিটির সমালোচনার মুখে পড়েছেন ট্রাম্প। গোল্ডেন গ্লোবের মঞ্চে প্রকাশ্যেই মার্কিন প্রেসিডেন্টকে তুলোধনা করেছেন মেরিল স্ট্রিপ। সে সময় মেরিলকে কটাক্ষ করতেও ছাড়েননি ট্রাম্প।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন