আমেরিকায় একই পরিবারের চার ভারতীয় বংশোদ্ভূতের দেহ মিলল। ছবি: সংগৃহীত।
চার জনের বয়সই ৮০ পেরিয়েছে। চার জনই ভারতীয় বংশোদ্ভূত। থাকেন আমেরিকায়। দিন পাঁচেক আগে নিউ ইয়র্ক নিবাসী ওই চার জন পেনসিলভেনিয়ায় এক আধ্যাত্মিক অনুষ্ঠানে যোগ দেওয়ার উদ্দেশে যান। সে দিনই একটি রেস্তরাঁয় দেখা যায় চার জন বৃদ্ধ-বৃদ্ধাকে। তার পর থেকে নিখোঁজ ছিলেন। অবশেষে তাঁদের দেহ মিলল। জানা গিয়েছে, গাড়ি দুর্ঘটনায় মৃত্যু হয়েছে তাঁদের।
সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে, চার জন একই পরিবারের সদস্য। তাঁরা হলেন কিশোর দিওয়ান, আশা দিওয়ান, শৈলেশ দিওয়ান এবং গীতা দিওয়ান। স্থানীয় পুলিশ সূত্রে খবর, গত ২৯ জুলাই শেষ বার তাঁদের চার জনকে দেখা গিয়েছিল পেনসিলভেনিয়ার এরিক পিচ স্ট্রিটের এক রেস্তরাঁয়। তাঁরা যে সেখানে খাওয়া-দাওয়া করেছিলেন তাঁর প্রমাণও মিলেছে। সেই আউটলেটে শেষ বার ‘ক্রেডিট কার্ড’-এর মাধ্যমে টাকা দেওয়ার কথা জানা যায়। তার পর থেকে আর এই চার জনের কোনও খোঁজ মেলেনি। পরে জানা যায়, ২ অগস্ট রাতে (স্থানীয় সময়) সাড়ে ৯টা নাগাদ এক পথদুর্ঘটনায় মৃত্যু হয় চার জনের। তাঁদের শনাক্ত করা সম্ভব হয়েছে।
পরিবার সূত্রে জানা গিয়েছে, গত ২৯ জুলাই চার বৃদ্ধ-বৃদ্ধার গন্তব্য ছিল মার্শাল কাউন্টির এক প্রাসাদ। সেই প্রাসাদ তৈরি করেছিলেন ইসকনের প্রতিষ্ঠাতা স্বামী প্রভুপাদের শিষ্যেরা। এটি পেনসিলভেনিয়ার একটি বিখ্যাত ধর্মীয় স্থান বলেই পরিচিত। হালকা সবুজ রঙের একটি টয়েটো গাড়িতে চেপে তাঁরা নিউ ইয়র্ক থেকে পেনসিলভেনিয়ার উদ্দেশে রওনা দেন। গত মঙ্গলবার রাতে ওই প্রাসাদে থাকার কথা ছিল চার জনের।
স্থানীয় এক সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুসারে, পুলিশ নিশ্চিত করেছে যে, ওই চার জন ইসকনের ওই প্রাসাদে যাননি। ২৯ জুলাই রাত থেকে তাঁদের বার বার ফোন করা হলেও কোনও উত্তর মেলেনি। বুধবার ভোর ৩টে নাগাদ তাঁদের মোবাইলের টাওয়ার লোকেশন সম্পর্কিত তথ্য পাওয়া গিয়েছিল। সেই লোকেশন ছিল মাউন্ডসভিল। চার জনের খোঁজে পুলিশের বিশেষ দল গঠন করা হয়। কোথায় কোথায় তাঁরা যেতে পারেন, সম্ভাব্য জায়গাগুলিতে খোঁজাখুঁজি শুরু করেন তদন্তকারীরা। যে এলাকায় তাঁদের শেষ বার দেখা গিয়েছিল, সেই এলাকা এবং তার আশপাশের সিসিটিভি ফুটেজও খতিয়ে দেখে পুলিশ।
মার্শাল কাউন্টির শেরিফ মাইক ডর্গাটি জানিয়েছেন, অনুসন্ধানের জন্য হেলিকপ্টারও ব্যবহার করা হয়। ছোট ছোট দল গঠন করে বিভিন্ন এলাকায় ওই পরিবারের খোঁজ চালিয়েছিল পুলিশ। শনিবার রাতে তাঁদের গাড়ির খোঁজ পাওয়া যায়। গাড়ির মধ্যেই তাঁদের চার জনের দেহ পাওয়া যায়। দুর্ঘটনায় তাঁদের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে পুলিশ। মৃতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন মার্শাল কাউন্টির শেরিফ।