দোকানে আগুন, হামলা, দিল্লির পাল্টা কঙ্গোয় আক্রান্ত ভারতীয়রা

তুমুল গণরোষের মুখে পড়েছেন কঙ্গোয় থাকা ভারতীয়রা। দিনকয়েক আগে দক্ষিণ দিল্লিতে কঙ্গোর এক নাগরিক খুন হন। তারই জেরে কঙ্গোয় তুমুল গণরোষের মুখে পড়েছেন ভারতীয়রা।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২৬ মে ২০১৬ ১৬:৪৯
Share:

তুমুল গণরোষের মুখে পড়েছেন কঙ্গোয় থাকা ভারতীয়রা।

Advertisement

দিনকয়েক আগে দক্ষিণ দিল্লিতে কঙ্গোর এক নাগরিক খুন হন।

তারই জেরে কঙ্গোয় তুমুল গণরোষের মুখে পড়েছেন ভারতীয়রা।

Advertisement

ভারতীয়দের দেখলেই সে দেশে এখন তাঁদের লক্ষ্য করে ইট-পাটকেল ছোঁড়া হচ্ছে।

কঙ্গোয় থাকা বেশির ভাগ ভারতীয়েরই নানা রকমের দোকান রয়েছে সে দেশে।

আরও পড়ুন- রানিকে উদ্ধার করতে ২৪ ঘণ্টা গাড়ি ধাওয়া করল মৌমাছির ঝাঁক

দিল্লির ঘটনার জেরে বিক্ষোভকারীরা কঙ্গোয় ভারতীয়দের দোকানপাটগুলো বন্ধ করে দিয়েছেন। দোকান ভাঙচুর করা হয়েছে। কিছু কিছু দোকানে লাগানো হয়েছে আগুন। পরিস্থিতি সামলাতে ওই সব এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে। তবু গণরোষের হাত থেকে কঙ্গোয় বসবাসকারী ভারতীয়রা রেহাই পাচ্ছেন না বলে অভিযোগ।

দিনকয়েক আগেই কঙ্গোর বিদেশমন্ত্রী আন্তোয়নি বোয়েম্বা ওকাম্বো সে দেশে ভারতীয় রাষ্ট্রদূত অশোক ওয়ারিয়ারের সঙ্গে দেখা করে দিল্লির ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছিলেন। তিনি কঙ্গোর নাগরিকদেরও সংযত হওয়ার অনুরোধ জানিয়েছেন। ভারতীয় বিদেশ মন্ত্রকের তরফে বিকাশ স্বরূপ বলেছেন, ‘‘আমরা খবর পেয়েছি, ওই গণরোষে ভারতীয়রা জখম হয়েছেন। তবে আমরা নিয়মিত যোগাযোগ রেখে চলেছি কঙ্গোয় ভারতীয় দূতাবাসের সঙ্গে। এখন পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement