Israel Iran Conflict

প্রত্যাঘাত সম্পূর্ণ না-হওয়া পর্যন্ত থামব না, ইরান জানিয়ে দিল দুই মধ্যস্থতাকারী দেশকে! সংঘাত বাড়ছে পশ্চিম এশিয়ায়

গত শুক্রবার ইরানে আচমকা আক্রমণ করে ইজ়রায়েল। তাদের ক্ষেপণাস্ত্র হামলায় ইরানের শীর্ষ চার সেনাকর্তা এবং ন’জন পরমাণু বিজ্ঞানীর মৃত্যু হয়। তখনই প্রত্যাঘাতের হুঁশিয়ারি দিয়েছিল তেহরান।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৬ জুন ২০২৫ ০৮:৫১
Share:

মুহুর্মুহু ক্ষেপণাস্ত্র উড়ে আসছে ইরান এবং ইজ়রায়েল থেকে। —ফাইল চিত্র।

ইজ়রায়েলের হামলার প্রত্যাঘাত সম্পূর্ণ না-হওয়া পর্যন্ত থামবে না ইরান। এমনটাই তারা জানিয়ে দিয়েছে দুই মধ্যস্থতাকারী দেশ ওমান এবং কাতারকে। ইরানের সরকারি আধিকারিককে উদ্ধৃত করে এই তথ্য জানিয়েছে সংবাদ সংস্থা রয়টার্স। ইজ়রায়েল থেকে এখনও ক্ষেপণাস্ত্র হামলা চালানো হচ্ছে। পাল্টা জবাব দিচ্ছে ইরানও। ক্ষেপণাস্ত্রে ছেয়ে গিয়েছে দুই দেশের আকাশ। অনবরত বাজছে সাইরেন। ইরানের অনড় অবস্থানের কারণে পশ্চিম এশিয়ার সংঘাত আরও তীব্র হতে চলেছে বলে আশঙ্কা পর্যবেক্ষকদের।

Advertisement

রবিবার নাম প্রকাশে অনিচ্ছুক ইরানের আধিকারিক রয়টার্সকে বলেছেন, ‘‘কাতার এবং ওমানের মধ্যস্থতাকারীদের ইরানিরা জানিয়ে দিয়েছেন, ইজ়রায়েলের হামলার প্রত্যাঘাত সম্পূর্ণ হওয়ার পরেই আলোচনায় বসার কথা ভাবা হবে। তার আগে নয়।’’ ইজ়রায়েলের হামলা এখনও চলছে। এই হামলার মুখে কোনও সমঝোতা করা হবে না।

গত শুক্রবার ইরানে আচমকা আক্রমণ করে ইজ়রায়েল। তাদের ক্ষেপণাস্ত্র হামলায় ইরানের শীর্ষ চার সেনাকর্তা এবং ন’জন পরমাণু বিজ্ঞানীর মৃত্যু হয়। ক্ষতি হয় সামরিক পরিকাঠামোরও। ইরানে আরও হামলার হুঁশিয়ারি দেন ইজ়রায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। আমেরিকার সঙ্গে ইরানের পরমাণু চুক্তি নিয়ে আলোচনা চলছিল। ইরান এই চুক্তিতে সম্মত হয়নি। সেই কারণেই ইজ়রায়েলের এই হামলা বলে দাবি। আমেরিকাও এই হামলাকে সমর্থন করেছে। হামলার পর ইরান হুঁশিয়ারি দিয়ে জানিয়েছিল, ইজ়রায়েলের জন্য তারা ‘নরকের দুয়ার’ খুলে দেবে। তার পর থেকে টানা সংঘাত চলছে। ইজ়রায়েলের তেল আভিভ, জেরুসালেম লক্ষ্য করে মুহুর্মুহু ক্ষেপণাস্ত্র বর্ষণ করছে ইরান। যদিও নেতানিয়াহুর সেনার দাবি, অধিকাংশ ক্ষেপণাস্ত্রই আটকে দেওয়া হচ্ছে। এখনও পর্যন্ত ইরানি হামলায় ১০ জনের মৃত্যুর কথা স্বীকার করেছে ইজ়রায়েল। তবে ইরানের স্বাস্থ্য মন্ত্রকের মুখপাত্র জানিয়েছেন, ইজ়রায়েলের হামলার কারণে তাদের ২২৪ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ৯০ শতাংশই সাধারণ নাগরিক।

Advertisement

এর আগে শোনা গিয়েছিল, ইজ়রায়েলের হামলার মুখে আমেরিকাকে মধ্যস্থতা করতে বলার জন্য ওমান, কাতারকে অনুরোধ করেছিল ইরান। আমেরিকার সঙ্গে পরমাণু চুক্তি নিয়েও নতুন করে আলোচনায় বসার আর্জি জানিয়েছিল তারা। কিন্তু রয়টার্সকে ইরানের আধিকারিকেরা জানিয়েছেন, এই খবর সঠিক নয়। সমঝোতার কথা ভাবছে না তেহরান। পরমাণু চুক্তি নিয়ে সম্প্রতি ওমানে আলোচনায় বসার কথা ছিল আমেরিকা এবং ইরানের আধিকারিকদের। ইজ়রায়েলি হামলার মুখে সেই বৈঠক বাতিল হয়ে গিয়েছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement