Bangladesh Islami Chhatra Shibir

ঢাকার পরে জামাতের ছাত্রসংগঠন এ বার জয়ী চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে! ভরাডুবি হল খালেদার বিএনপির

ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের নির্বাচনে নজরকাড়া জয়ের পর চট্টগ্রামে কার্যত অন্য ছাত্র সংগঠনগুলিকে নির্মূল করে দিল বাংলাদেশ জামায়াতে ইসলামি (‘জামাত’ নামেই যা পরিচিত)-এর ছাত্র সংগঠন ইসলামি ছাত্রশিবির।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৬ অক্টোবর ২০২৫ ১৬:০৫
Share:

আবার হারল খালেদা জিয়ার দলের ছাত্রসংগঠন। গ্রাফিক: আনন্দবাজার ডট কম।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ নির্বাচনে একতরফা জয় পেল বাংলাদেশ জামায়াতে ইসলামি (‘জামাত’ নামেই যা পরিচিত)-এর ছাত্র সংগঠন ইসলামি ছাত্রশিবির। মোট ২৬টি পদের মধ্যে ২৪টি গিয়েছে তাদের দখলে। প্রাক্তন প্রধানমন্ত্রী খালেদা জিয়ার দল বিএনপির ছাত্রশাখা জাতীয়তাবাদী ছাত্রদল জিতেছে মাত্র একটিতে। অন্য একটি পদে জয়ী হয়েছেন নির্দল প্রার্থী।

Advertisement

সেপ্টেম্বর মাসে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের নির্বাচনে নজরকাড়া জয় পেয়েছিলেন জামাতপন্থী প্রার্থীরা। চট্টগ্রামে কার্যত অন্য সংগঠনগুলিকে নির্মূল করে দিল ইসলামি ছাত্রশিবির। ছাত্র সংসদের গুরুত্বপূর্ণ সহ-সভাপতি এবং সাধারণ সম্পাদক পদের দখল নিয়েছে তারা। জাতীয়তাবাদী ছাত্রদল জিতেছে সহ-সাধারণ সম্পাদক পদে। ছাত্র সংসদের ক্রীড়া সম্পাদক পদে জিতেছেন নির্দল প্রার্থী। যাঁর পিছনে ‘নিষিদ্ধ’ রাজনৈতিক দল আওয়ামী লীগের ছাত্র সংগঠন ছাত্রলীগের স্থানীয় সমর্থকদের গোপন মদত ছিল বলে কয়েকটি সূত্রের দাবি।

বাংলাদেশের সংবাদমাধ্যম ‘প্রথম আলো’ জানাচ্ছে, এর আগে শেষ বার ১৯৮১ সালে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদের নির্বাচনে জয়ী হয়েছিলেন জামাতপন্থীরা। ঘটনাচক্রে, সে বছরই চট্টগ্রামে বিদ্রোহী সেনাদের হামলায় নিহত হয়েছিলেন বাংলাদেশের তৎকালীন রাষ্ট্রপতি তথা বিএনপির প্রতিষ্ঠাতা-প্রধান জেনারেল জিয়াউর রহমান। এর পরে গত সাড়ে চার দশকে সাত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় দখল তো দূরের কথা, জামাত কোনও নির্বাচনেই সে ভাবে দাঁত ফোটাতে পারেনি। কিন্তু এ বার জামাতের জয়কে একদা ব্রিটিশ বিরোধী সংগ্রামের অন্যতম ভরকেন্দ্র চট্টগ্রামের বাঙালি জাতীয়তাবাদের মৌলিক আদর্শের উপরে আঘাত বলে মনে করছেন অনেকে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement