Israel-Hamas Conflict

গ্রেফতারির আশঙ্কা, না কি প্রতিবাদ জানানোর পন্থা? ঘুরপথে রাষ্ট্রপুঞ্জে কেন গেল নেতানিয়াহুর বিমান?

গাজ়ায় গণহত্যা এবং যুদ্ধাপরাধের অভিযোগ তুলে গত নভেম্বরে ইজ়রায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছিল আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি)।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৫ সেপ্টেম্বর ২০২৫ ২০:৪৮
Share:

গ্রাফিক: আনন্দবাজার ডট কম।

রাষ্ট্রপুঞ্জের সাধারণ সভায় যোগ দিতে বৃহস্পতিবার বিশেষ বিমানে আমেরিকায় নিউ ইউর্কে গেলেন তিনি। কিন্তু প্রচলিত উড়ান-পথ এড়িয়ে। নির্দিষ্ট কয়েকটি রাষ্ট্রের আকাশসীমাকে পাশ কাটিয়ে! পশ্চিম এশিয়ায় সাম্প্রতিক অশান্তির আবহে ইজ়রায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর এমন কাজে ইতিমধ্যেই জল্পনা শুরু হয়েছে বিশ্ব জুড়ে।

Advertisement

মার্কিন সংবাদ সংস্থা সিএনএন ফ্লাইট-ট্র্যাকিং সংক্রান্ত তথ্য উদ্ধৃত করে বৃহস্পতিবার জানিয়েছে, নেতানিয়াহুর বিশেষ বিমান তেল আভিভ থেকে ভূমধ্যসাগর বরাবর অগ্রসর হয়ে গ্রিস ও ইটালির আকাশসীমা অতিক্রম করে দক্ষিণে চলে যায়। এর পরে জিব্রাল্টার প্রণালী পেরিয়ে আটলান্টিক মহাসাগরের উপর দিয়ে আমেরিকার আকাশসীমার দিকে উড়ে যায়। তাৎপর্যপূর্ণ ভাবে তেল আভিভ থেকে নিউ ইয়র্ক যাওয়ার প্রচলিত উত্তর ইউরোপের আকাশপথ পরিহার করে তাঁর বিমান।

এই আকাশপথেই রয়েছে, প্যালেস্টাইনকে স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্রের মর্যাদা দেওয়া ফ্রান্স, স্পেন এবং আয়ারল্যান্ডের মতো দেশ। সিএনএনে প্রকাশিত খবরে ইঙ্গিত, গ্রেফতারির আশঙ্কাতেই ফ্রান্স ও স্পেনের আকাশপথ এড়িয়ে গিয়েছেন ইজ়রায়েলি প্রধানমন্ত্রী। যদিও তাঁর বিমানকে আকাশপথ ব্যবহারের অনুমতি দিয়েছিল ইউরোপের ওই দুই দেশ। যদিও ইজ়রায়েলি সংবাদমাধ্যমের একাংশ জানিয়েছে, নিরাপত্তাজনিত কারণেই এই পদক্ষেপ।

Advertisement

প্রসঙ্গত, গাজ়ায় নির্বিচারে গণহত্যা এবং যুদ্ধাপরাধের অভিযোগ তুলে গত নভেম্বরে নেতানিয়াহুর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছিল আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি)। ওই পরোয়ানায় নেতানিয়াহু ছাড়াও নাম ছিল ইজ়রায়েলের প্রাক্তন প্রতিরক্ষা মন্ত্রী ইয়োভ গ্যালান্ট ও হামাস নেতা মোহাম্মদ দেইফের। কিন্তু হামাস নিয়ন্ত্রিত প্যালেস্টাইনি ভূখণ্ডের প্রধান প্রশাসনিক কেন্দ্র গাজ়া দখলের জন্য ইজ়রায়েলি সেনার সাম্প্রতিক পদক্ষেপ এবং অবরোধের জেরে অনাহারে প্যালেস্টাইনিদের মৃত্যুর ঘটনায় নতুন করে গ্রেফতারি পরোয়ানা কার্যকরের দাবি উঠতে শুরু করেছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement