সানায় হামলা ইজ়রায়েলের। ছবি: রয়টার্স।
ইয়েমেনের রাজধানী সানায় হামলা চালাল ইজ়রায়েল। পশ্চিম এশিয়ার ওই দেশের বিদ্রোহী শিয়া সশস্ত্র গোষ্ঠী হুথির দাবি, অসামরিক জনবসতি এলাকায় নির্বিচারে বোমাবর্ষণ করেছে ইজ়রায়েলি যুদ্ধবিমান। বৃহস্পতিবার সকালে বেঞ্জামিন নেতানিয়াহুর সরকার অভিযোগ করেছিল, ইয়েমেনের মাটি থেকে থেকে ড্রোন হামলা হয়েছে ইজ়রায়েলের উপর। তার কয়েক ঘণ্টা পরেই হয় ‘প্রত্যাঘাত’।
ইরান সমর্থিত হুথি গোষ্ঠী দীর্ঘদিন ধরেই ইজ়রায়েলের সামরিক ভাবে চাপে রাখার চেষ্টা চালিয়ে যাচ্ছে। ২০২৩-এর ৭ অক্টোবর গাজ়া ভূখণ্ডে সশস্ত্র প্যালেস্টাইনি গোষ্ঠী হামাসের বিরুদ্ধে ইজ়রায়েলি সেনার অভিযান শুরুর পরে হুথি বাহিনী ব্যালিস্টিক এবং ক্রুজ ক্ষেপণাস্ত্র ছুড়েছিল তেল আভিভে! এর পরে পশ্চিম এশিয়ায় মোতায়েন মার্কিন সেনার সেন্ট্রাল কমান্ড (সেন্টিকম) হুথির বিরুদ্ধে অভিযান চালায়।
সৌদি আরবের মদতপুষ্ট ইয়েমেনের সুন্নি মুসলিম গোষ্ঠীর সরকারও শিয়া বিদ্রোহী গোষ্ঠী হুথিদের বিরুদ্ধে গত কয়েক বছর ধরে ধারাবাহিক অভিযান চালাচ্ছে। কিন্তু রাজধানী সানার উত্তরের বিভিন্ন অংশ-সহ দেশের বিভিন্ন অঞ্চল এখনও হুথি বাহিনীর নিয়ন্ত্রণে। হুথি নিয়ন্ত্রিত অঞ্চলের স্বাস্থ্য দফতরের মুখপাত্র আনিস আলাসবাহি জানিয়েছেন, গত রবিবার থেকে ধারাবাহিক ভাবে ক্ষেপণাস্ত্র ও বিমানহানা চালাচ্ছে ইজ়রায়েলি ফৌজ। এখনও পর্যন্ত তাতে ১০ জনেরও বেশি অসামরিক নাগরিক নিহত হয়েছেন। আহত শতাধিক!