Israel Annexation Plan

আর এক প্যালেস্টাইনি ভূখণ্ডে এ বার নেতানিয়াহুর দখলদারি! প্রস্তাব পাশ ইজ়রায়েল পার্লামেন্টে

ইজ়রায়েলি পার্লামেন্টে ৭১-১৩ ভোটের ব্যবধানে পাশ হওয়া ওই প্রস্তাবে কার্যত নস্যাৎ করে দেওয়া হয়েছে স্বাধীন ও সার্বভৌম প্যালেস্টাইন রাষ্ট্রের দাবি।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৪ জুলাই ২০২৫ ২২:০৪
Share:

গ্রাফিক: আনন্দবাজার ডট কম।

গাজ়ায় যুদ্ধবিরতি চলাকালীন এ বার পশ্চিম এশিয়ার আর এক প্যালেস্টাইনি ভূখণ্ড, ওয়েস্ট ব্যাঙ্কে ‘গ্রাউন্ড অপারেশন’ চালাতে পারে ইজ়রায়েল সেনা। বৃহস্পতিবার ইজ়রায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সরকার সে দেশের পার্লামেন্ট নেসেটে একটি প্রস্তাব পাশ করেছে। তাতে জর্ডন উপত্যকা-সহ পুরো অধিকৃত ওয়েস্ট ব্যাঙ্ককে ইজ়রায়েলের সঙ্গে সংযুক্ত করার কথা বলা হয়েছে।

Advertisement

প্রস্তাবের পক্ষে পড়েছে ৭১টি ভোট। বিপক্ষে মাত্র ১৩টি। নেতানিয়াহু সরকারের ওই প্রস্তাবে কার্যত নস্যাৎ করে দেওয়া হয়েছে স্বাধীন ও সার্বভৌম প্যালেস্টাইন রাষ্ট্রের দাবি। প্যালেস্টাইনি জনতা বৃহত্তম আবাসভূমি ওয়েস্ট ব্যাঙ্ককে ‘‘ইহুদি জনগণের ঐতিহাসিক, সাংস্কৃতিক ও আধ্যাত্মিক মাতৃভূমির অবিচ্ছেদ্য অংশ’ বলেও বর্ণনা করা হয়েছে ইজ়রায়েলি পার্লামেন্টে পাশ করা ওই প্রস্তাবে। জর্ডন উপত্যকা ইজ়রায়েল অধিকৃত ওয়েস্ট ব্যাঙ্কের পূর্ব অংশে অবস্থিত, যা জর্ডন নদীর পশ্চিম তীরে প্রসারিত একটি উর্বর এবং সামরিক কৌশলগত দৃষ্টিতে গুরুত্বপূর্ণ অঞ্চল। প্রায় ১০ হাজার বর্গকিলোমিটার জুড়ে বিস্তৃত জর্ডন উপত্যকা কৃষি, পশুপালন ও ভূরাজনীতিতে গুরুত্বপূর্ণ।

ইজ়রায়েল সেনা ১৯৬৭ সালের যুদ্ধের পর থেকে এই অঞ্চলটি বকলমে নিয়ন্ত্রণে রেখেছে। প্যালেস্টাইনি স্বাধীনতা আন্দোলনের কিংবদন্তি নেতা, প্রয়াত ইয়াসের আরাফতের গড়া সংগঠন ‘ফাতা’-র নেতৃত্বধীন জোট ‘প্যালেস্তাইন লিবারেশন অর্গানাইজেশন’ (পিএলও)-এর নিয়ন্ত্রণে রয়েছে ওয়েস্ট ব্যাঙ্ক ভূখণ্ড। আন্তর্জাতিক স্বীকৃতিপ্রাপ্ত স্বশাসিত প্যালেস্তাইন কর্তৃপক্ষ সেখানকার প্রশাসন পরিচালনা করেন। আদর্শগত ভাবে ‘গণতান্ত্রিক চেতনা’য় আস্থাশীল পিএলও। তারা কট্টরপন্থী প্যালেস্টাইনি সশস্ত্র গোষ্ঠী হামাসের বিরোধী। ইজ়রায়েল সেনা অবশ্য আন্তর্জাতিক জনমত উপেক্ষা করেই দীর্ঘ দিন ধরে ওয়েস্ট ব্যাঙ্কের একাংশ দখল করে রয়েছে। একদা গাজ়ার নিয়ন্ত্রণও আরাফত অনুগামীদের হাতে ছিল। কিন্তু ২০০৭ সালে ‘গৃহযুদ্ধে’ পিএলও-কে পরাস্ত করে গাজ়ার দখল নিয়েছিল হামাস।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement