Narendra Modi Benjamin Netanyahu

মোদীর সঙ্গে কথা বলার জন্য ট্রাম্পের প্রস্তাব নিয়ে জরুরি বৈঠক থামিয়ে দিলেন ‘বন্ধু’ নেতানিয়াহু! কী নিয়ে ফোনালাপ

যে সময়ে মোদী ইজ়রায়েলে ফোন করেন, সে সময়ে গাজ়ায় শান্তি প্রতিষ্ঠা নিয়ে মার্কিন প্রেসি়ডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দেওয়া ২০ দফা প্রস্তাবের বৈঠক চলছিল। ‘বন্ধু’র ফোন পেয়ে তা মাঝপথে থামিয়ে দেন নেতানিয়াহু।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১০ অক্টোবর ২০২৫ ১২:৪৩
Share:

ইজ়রায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সঙ্গে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। —ফাইল চিত্র।

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে ফোনে কথা বলার জন্য জরুরি বৈঠক মাঝপথে থামিয়ে দিলেন ইজ়রায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। ইজ়রায়েলের সংবাদমাধ্যম টাইম্‌স অফ ইজ়রায়েল নেতানিয়াহুর দফতরকে উদ্ধৃত করে এই তথ্য জানিয়েছে। নেতানিয়াহুর সঙ্গে ফোনে কথা বলে মোদী সমাজমাধ্যমে পোস্টও করেছিলেন। যে সময়ে মোদী ইজ়রায়েলে ফোন করেন, সে সময়ে গাজ়ায় শান্তি প্রতিষ্ঠা নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দেওয়া ২০ দফা প্রস্তাবের বৈঠক চলছিল। ‘বন্ধু’ মোদীর ফোন পেয়ে সেই বৈঠক মাঝপথে থামিয়ে দেন নেতানিয়াহু।

Advertisement

গাজ়া নিয়ে ট্রাম্পের প্রস্তাবের প্রথম দফার শর্তাবলিতে ইজ়রায়েল এবং প্যালেস্টাইনি সশস্ত্র গোষ্ঠী হামাস রাজি হয়েছে। তা বৃহস্পতিবারই ট্রাম্প ঘোষণা করেন। এর পর নিরাপত্তা ক্যাবিনেটের একটি বৈঠক ডেকেছিলেন নেতানিয়াহু। সেই বৈঠক চলাকালীন শান্তি প্রস্তাবে সমঝোতার জন্য অভিনন্দন জানাতে তাঁকে ফোন করেছিলেন মোদী। সমাজমাধ্যমে ভারতের প্রধানমন্ত্রী লেখেন, ‘‘আমার বন্ধু নেতানিয়াহুকে ফোন করেছিলাম। প্রেসিডেন্ট ট্রাম্পের গাজ়া প্রস্তাবনার অগ্রগতির জন্য ওঁকে অভিনন্দন জানালাম। পণবন্দিদের মুক্তি এবং গাজ়ার মানুষের ত্রাণ সহায়তার ইতিবাচক চুক্তিকে আমরা স্বাগত জানাচ্ছি। বিশ্বের যে কোনও প্রান্তে যে কোনও ধরনের সন্ত্রাসবাদ অগ্রহণযোগ্য। তা মেনে নেওয়া যায় না।’’

নেতানিয়াহুর দফতর থেকে বলা হয়েছে, ‘‘প্রধানমন্ত্রী মোদীর সঙ্গে এই মাত্র প্রধানমন্ত্রী নেতানিয়াহুর কথা হল। পণবন্দিদের মুক্তি নিয়ে যে সমঝোতা হয়েছে, তার জন্য মোদী অভিনন্দন জানিয়েছেন।’’ উল্লেখ্য, গাজ়া প্রস্তাবে সমঝোতার পর ট্রাম্পের সঙ্গেও ফোনে কথা হয়েছে নেতানিয়াহুর। জানিয়েছেন, এই ঘোষণার পর ইজ়রায়েলকে আবার সকলে পছন্দ করতে শুরু করেছেন। এতে তিনি অভিভূত।

Advertisement

গাজ়ায় সংঘর্ষবিরতি এবং বন্দি বিনিময়ের প্রক্রিয়া ট্রাম্পের পরিকল্পনা অনুযায়ী দ্রুত শুরু হবে, জানিয়েছেন ইজ়রায়েল কর্তৃপক্ষ। তবে নির্দিষ্ট করে কোনও তারিখ জানানো হয়নি। ট্রাম্প দাবি করেছেন, সোমবার অথবা মঙ্গলবারের মধ্যে পণবন্দিদের মুক্তির প্রক্রিয়া সম্পন্ন হয়ে যাবে। যুযুধান ইজ়রায়েল এবং হামাসকে আলোচনার মাধ্যমে শান্তি প্রস্তাবে রাজি করানোর জন্য ট্রাম্প ধন্যবাদ দিয়েছেন কাতার, মিশরের মতো মধ্যস্থতাকারী দেশগুলিকে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement