US-Russia Tension

আমরাও সামরিক শক্তি বৃদ্ধি করছি! ট্রাম্প প্রশাসন ‘যুদ্ধ-প্রস্তুতি’র কথা বলতেই পাল্টা হুঁশিয়ারি দিল রাশিয়া

সম্প্রতি বিশ্ব জুড়ে ছড়িয়ে থাকা মার্কিন সেনাঘাঁটিগুলির কর্তাদের জরুরি বৈঠকে ডেকেছিল পেন্টাগন। ভার্জিনিয়া প্রদেশের কোয়ানটিকোয় সামরিক ঘাঁটির বৈঠকে হেগসেথ মার্কিন সেনাকর্তাদের উদ্দেশে বলেন, “যুদ্ধের জন্য প্রস্তুত থাকতে হবে।”

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০১ অক্টোবর ২০২৫ ১৭:০৭
Share:

(বাঁ দিকে) আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন (ডান দিকে)। —ফাইল চিত্র।

শান্তি বজায় রাখতে হলে যুদ্ধের জন্যও প্রস্তুত থাকতে হবে। সম্প্রতি মার্কিন সেনাকর্তাদের সেই বার্তাই দেন আমেরিকার প্রতিরক্ষাসচিব পিট হেগসেথ। যদিও সরাসরি কোনও দেশের নামোল্লেখ করেননি তিনি। তবে হেগসেথের ওই মন্তব্যের পাল্টা দিল রাশিয়াও। ক্রেমলিন এ বার হুঁশিয়ারি দিয়ে রাখল, রাশিয়াও নিজেদের সামরিক শক্তি বৃদ্ধি করছে। তারাও অবশ্য সরাসরি কারও নামোল্লেখ করেনি। তবে রুশ-ইউক্রেন যুদ্ধ পরিস্থিতির মাঝে এই ধরনের পাল্টা মন্তব্য বেশ তাৎপর্যপূর্ণ।

Advertisement

সম্প্রতি বিশ্ব জুড়ে ছড়িয়ে থাকা মার্কিন সেনাঘাঁটিগুলির কর্তাদের জরুরি বৈঠকে ডেকেছিল পেন্টাগন। স্বল্প সময়ের নোটিসে হেগসেথ কেন মার্কিন সামরিক বাহিনীর জেনারেল ও অ্যাডমিরালদের নিয়ে কেন ওই বৈঠক ডাকা হয়েছিল, তা প্রাথমিক ভাবে স্পষ্ট ছিল না। পরে ভার্জিনিয়া প্রদেশের কোয়ানটিকোয় সামরিক ঘাঁটির বৈঠকে হেগসেথ মার্কিন সেনাকর্তাদের উদ্দেশে বলেন, “যুদ্ধের জন্য প্রস্তুত থাকতে হবে।”

মার্কিন প্রতিরক্ষাসচিবের কথায়, শুধু যুদ্ধের জন্যই নয়, জেতার জন্যও তৈরি থাকতে হবে। তিনি বলেন, “আমরা যুদ্ধ চাই না। কেউ-ই যুদ্ধ চান না। কিন্তু আমরা শান্তি ভালবাসি, তাই এটি প্রয়োজন।” তিনি সরাসরি কোনও দেশের নামোল্লেখ না-করলেও, রুশ-ইউক্রেন যুদ্ধ পরিস্থিতি নিয়ে এমন মন্তব্য কূটনৈতিক স্তরে উত্তেজনা বৃদ্ধি করেছে। সাম্প্রতিক অতীতে ইজ়রায়েল এবং ইরানের সংঘর্ষের সময়ে ইরানে হামলা চালিয়েছিল মার্কিন ফৌজ। রাশিয়া এবং ইউক্রেনের মধ্যে যুদ্ধ থামানোর জন্যও আমেরিকা দীর্ঘদিন ধরে চেষ্টা চালিয়ে যাচ্ছে। মধ্যস্থতার চেষ্টা করেও এখনও পর্যন্ত কোনও সাফল্য পাননি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

Advertisement

শুরুতে ইউক্রেনের প্রতি কিছুটা অসন্তুষ্ট থাকলেও বর্তমানে কিভের দিকেই ঝুঁকে রয়েছে ট্রাম্পের পাল্লা। ইউক্রেনকে সাহায্যের বার্তাও দিয়েছেন তিনি। এ অবস্থায় আমেরিকার যুদ্ধের জন্য প্রস্তুত থাকার বার্তা ভাল ভাবে নিচ্ছে না ক্রেমলিন। কারও নাম না করে ক্রেমলিনও জানিয়ে রাখল, সামরিক ভাবে তারাও শক্তি বৃদ্ধি করে যাচ্ছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement