Louvre Museum in Paris

জানলা ভেঙে লুভ্‌রে ঢুকে রানির গয়না লুট! বন্ধ করা হল প্যারিসের জাদুঘর, আতঙ্কে হুড়োহুড়ি পর্যটকদের

পুলিশের একটি সূত্রে বলছে, জাদুঘরের যে দিকে শ্যেন নদী রয়েছে, সেই অংশে সংস্কারের কাজ চলছে। ওই অংশে থাকা একটি লিফটেই জাদুঘরের ভিতরে প্রবেশ করেছেন অভিযুক্তেরা।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৯ অক্টোবর ২০২৫ ১৫:৫৪
Share:

প্যারিসের লুভ্‌রের বাইরে রবিবার দাঁড়িয়ে রয়েছেন পর্যটকেরা। ছবি: এক্স।

ঠিক যেন সিনেমা! জানলা ভেঙে লুভ্‌রের একটি ঘরে ঢুকে লক্ষ লক্ষ টাকার গয়না লুট করলেন দু’জন। ঘরের বাইরে দাঁড়িয়ে রইলেন তৃতীয় জন। যে গয়নাগুলি চুরি গিয়েছে, তা দুই ফরাসি সম্রাজ্ঞীর। রবিবার সকালের এই ঘটনায় শোরগোল পড়ে যায় প্যারিসের জাদুঘরে। ‘ডাকাত পড়েছে’ গুঞ্জন শুনতেই ভয়ে ছুটোছুটি শুরু করেন পর্যটকেরা। তাঁদের বার করে বন্ধ করে দেওয়া হয় জাদুঘর। ঘটনাস্থলে গিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ। তাঁরা মনে করছে, সুপরিকল্পিত ভাবেই লুট করা হয়েছে।

Advertisement

ফ্রান্সের সংস্কৃতি মন্ত্রী রাচিদা দাতি ঘটনার কথা এক্স (সাবেক টুইটার)-এ ঘোষণা করেন। তিনি জানান, রবিবার সকালে জাদুঘর খুলতেই সেখানে ‘ডাকাতি’ হয়েছে। কেউ হতাহত হননি। সঙ্গে সঙ্গেই জাদুঘরের তরফে তা বন্ধ রাখার কথা জানানো হয়েছে।

পুলিশের একটি সূত্রে বলছে, জাদুঘরের যে দিকে শ্যেন নদী রয়েছে, সেই অংশে সংস্কারের কাজ চলছে। ওই অংশে থাকা একটি লিফটের সাহায্যেই ভিতরে প্রবেশ করেছেন অভিযুক্তেরা। সেই লিফটে করে তাঁরা পৌঁছে যান নির্দিষ্ট ঘরে, যেখানে রাখা ছিল ওই গয়না। জানলা ভেঙে ঘরে প্রবেশ করেন দুই অভিযুক্ত। সে সময় ঘরের বাইরে দাঁড়িয়ে থাকেন এক জন।

Advertisement

এক পর্যটকের কথায়, ‘‘রবিবার সকাল ১০টায় জাদুঘরের প্লাজ়ায় দাঁড়িয়ে ছিলাম। লাইনে ছিলেন হাজার হাজার মানুষ। সাড়ে ১০টা নাগাদ রক্ষীরা এসে জানান, জাদুঘর বন্ধ হয়ে গিয়েছে। কেউ চুরির চেষ্টা করেছেন। কিছু ক্ষণ পরে আরও পুলিশ এসে লোকজনকে সরাতে থাকেন।’’ অন্য এক পর্যটক জানান, প্রায় আধ ঘণ্টা ধরে সাইরেন বেজেছে জাদুঘরে। আতঙ্কে বহু মানুষ ছুটোছুটি শুরু করেন।

ফরাসি সংবাদমাধ্যম ‘ল ফিজারো’ জানিয়েছে, রবিবার সকালে যখন জাদুঘরের দরজা খোলা হয়, প্রথম দর্শনার্থী সেখানে প্রবেশ করেন, তখনই চুরির ঘটনা প্রকাশ্যে আসে। তার পরেই পুলিশ জাদুঘর থেকে পর্যটকদের বার করে দেয়। চুরির ঘটনায় তদন্ত শুরু করেছে তারা। প্রশ্ন উঠছে, কড়া নিরাপত্তার মাঝে কী ভাবে চুরি গেল?

এই লুভ্‌রে রয়েছে মোনালিসার ছবি। প্রায় ৩ লক্ষ ৮০ হাজার দ্রষ্টব্য রয়েছে জাদুঘরের সংগ্রহে। ৩৫ হাজার জিনিস প্রদর্শিত রয়েছে। প্রতি বছর ৮০ থেকে ৯০ লক্ষ মানুষ এই জাদুঘরে যান। লুভ্‌র থেকে আগেও বহুমূল্য জিনিস চুরি গিয়েছে। ১৯১১ সালে সেখান থেকে চুরি গিয়েছিল মোনালিসার ছবি। সেই ছবি চুরি করেছিলেন জাদুঘরেরই কর্মী। দু’বছর পরে সেই ছবি উদ্ধার হয়।

(প্রথমে জানা গিয়েছিল, লুভ্‌রের আপোলোঁ গ্যালারিতে ঢুকে ফরাসি সম্রাট নেপোলিয়ান বোনাপার্ট এবং তাঁর সম্রাজ্ঞী জোসেফিনের গয়না চুরি করেছে দুষ্কৃতীরা। ফ্রান্সের সংস্কৃতি মন্ত্রক সোমবার চুরি যাওয়া গয়নার তালিকা প্রকাশ করে জানিয়েছে, রবিবার নেপোলিয়ান বা জোসেফিনের গয়না চুরি যায়নি। ফ্রান্সের রানি মারি আমেলি এবং রানি হোর্তঁসের গয়না চুরি গিয়েছে।)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement