Donald Trump

দক্ষিণ-পূর্ব এশিয়ার দুই দেশের মধ্যে যুদ্ধবিরতির সাক্ষী থাকবেন ট্রাম্প? ইঙ্গিত মালয়েশিয়ার মন্ত্রীর

দক্ষিণ-পূর্ব এশিয়ার ওই দুই দেশের মধ্যে চলমান সংঘর্ষে ইতি ঘটতে পারে মালয়েশিয়ার আয়োজিত আসন্ন আসিয়ান সামিটে। সেখানেই দুই দেশের মধ্যে যুদ্ধবিরতি চুক্তি স্বাক্ষরিত হওয়ার সম্ভাবনার কথা শোনালেন মালয়েশিয়ার মন্ত্রী।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৪ অক্টোবর ২০২৫ ১৪:১৮
Share:

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স।

আরও এক যুদ্ধবিরতির সাক্ষী থাকবেন কি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প? মঙ্গলবার তেমনই ইঙ্গিত দিলেন মালয়েশিয়ার বিদেশমন্ত্রী মহম্মদ হাসান। তাইল্যান্ড এবং কম্বোডিয়ার মধ্যে চলমান সংঘর্ষে ইতি ঘটতে পারে মালয়েশিয়ার আয়োজিত আসন্ন আসিয়ান সামিটে। সেখানেই দুই দেশের মধ্যে যুদ্ধবিরতি চুক্তি স্বাক্ষরিত হওয়ার সম্ভাবনার কথা শোনালেন হাসান। তিনি এ-ও জানান, এই যুদ্ধবিরতিতে মধ্যস্থতার ভূমিকা নেবে আমেরিকা এবং মালয়েশিয়া।

Advertisement

আগামী ২৬ থেকে ২৮ অক্টোবর মালয়েশিয়া বসবে আসিয়ান সামিটের আসর। হাসান আশাবাদী, সেই সামিটেই তাইল্যান্ড এবং কম্বোডিয়ার মধ্যে যুদ্ধবিরতি চুক্তি স্বাক্ষরিত হবে। তিনি আরও জানান, চলতি মাসের ২৬ তারিখ মালয়েশিয়ায় যাওয়ার কথা রয়েছে ট্রাম্পের। তাঁর উপস্থিতিতেই তাইল্যান্ড-কম্বোডিয়া সংঘর্ষে ইতি পড়বে!

প্রসঙ্গত, বিতর্কিত ‘পান্না ত্রিভুজ’-এর দখলদারি নিয়ে দীর্ঘ দিন ধরে টানাপড়েন চলছে ব্যাঙ্কক-নম পেনের। তাইল্যান্ড, কম্বোডিয়া এবং আর এক পড়শি দেশ লাওসের সীমান্তবর্তী ওই ভূখণ্ডের দখল নিয়ে ১৯৬২ সালে আন্তর্জাতিক আদালত (ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস বা আইসিজে) যে রায় দিয়েছিল, তা অনেকটা কম্বোডিয়ার পক্ষেই গিয়েছিল। কিন্তু চলতি বছরের মে মাসে কম্বোডিয়া সেনা সেখানে শিবির ও পরিখা নির্মাণের তৎপরতা শুরু করার পরে নতুন করে উত্তেজনা বাড়তে শুরু করে।

Advertisement

গত জুলাই মাসে দুই দেশের সংঘর্ষ চরমে ওঠে। দুই পড়শি দেশের মধ্যে সংঘাতের কারণে উত্তপ্ত হয়ে ওঠে দক্ষিণ-পূর্ব এশিয়া। তাইল্যান্ড এবং কম্বোডিয়ার সংঘর্ষে অন্তত ৩০ জনের মৃত্যু হয়। সীমান্তবর্তী এলাকা থেকে লক্ষাধিক মানুষ বাড়ি-ঘর ছেড়ে নিরাপদ আশ্রয়ের খোঁজে পালিয়েছিলেন। সেই সময় দুই দেশের মধ্যে সংঘর্ষবিরতির জন্য উদ্যোগী হন ট্রাম্প। দু’দেশের প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলে সংঘর্ষ থামার ইঙ্গিত দিয়েছিলেন। কিন্তু শেষপর্যন্ত তা কার্যকর হয়নি। আবার এক বার দুই দেশের মধ্যে সংঘর্ষবিরতি হওয়ার ইঙ্গিত মিলল।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement