নির্বাচনী বিধিভঙ্গে শপথ কাঁটা ইমরানের

ইমরানকে আজ হাজিরা দিতে হয়েছে পেশোয়ারে ন্যাশনাল অ্যাকাউন্টেবিলিটি-র (ন্যাব) দফতরে। সরকারি হেলিকপ্টার অপব্যবহারের মামলায় আজ তাঁকে জিজ্ঞাসাবাদ করেন তদন্তকারীরা। 

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০৮ অগস্ট ২০১৮ ০৩:৫৭
Share:

ফাইল চিত্র।

টসে জিতে ব্যাট করতে যাওয়ার মুখেই ঝামেলায় ‘কাপ্তান’।

Advertisement

১১ অগস্ট পাক প্রধানমন্ত্রী পদে শপথ নেওয়ার কথা ইমরান খানের। জোরকদমে তার প্রস্তুতি নিচ্ছে পাকিস্তান তেহরিক-এ-ইনসাফ (পিটিআই)। কিন্তু মঙ্গলবার রাতে জানা যায়, যে পাঁচটি আসন থেকে ইমরান জিতেছেন বলে দাবি করা হচ্ছিল, তার মধ্যে নির্বাচনী বিধিভঙ্গের দায়ে দু’টি আসনের ফল ঘোষণা স্থগিত রেখেছে নির্বাচন কমিশনার। সংবাদমাধ্যমের ক্যামেরার সামনে খোলাখুলি ভোট দিয়ে নির্বাচনী বিধিভঙ্গ করেছিলেন তিনি। ১১ তারিখের আগে যদি কমিশন সিদ্ধান্ত না নেয়, নৈতিক কারণেই শপথ পিছিয়ে দিতে পারেন ইমরান।

এ দিকে, ইমরানকে আজ হাজিরা দিতে হয়েছে পেশোয়ারে ন্যাশনাল অ্যাকাউন্টেবিলিটি-র (ন্যাব) দফতরে। সরকারি হেলিকপ্টার অপব্যবহারের মামলায় আজ তাঁকে জিজ্ঞাসাবাদ করেন তদন্তকারীরা। পাক্কা এক ঘণ্টা পরে সেখান থেকে বেরিয়ে যান ইমরান। হাতে ন্যাবের দেওয়া ১৫টি প্রশ্ন। যার উত্তর দিতে হবে ১৫ দিনের মধ্যে।

Advertisement

৩ অগস্ট তাঁকে সমন পাঠিয়েছিল ন্যাবের খাইবার পাখতুনখোয়া ব্যুরো। ইমরান এবং এই প্রাদেশিক আইনসভার বিদায়ী মুখ্যমন্ত্রী পারভেজ় খট্টকের বিরুদ্ধে অভিযোগ, ক্ষমতায় থাকাকালীন নিয়ম ভেঙে ব্যক্তিগত কাজে তাঁরা সরকারি হেলিকপ্টারের অপব্যবহার করেছেন। সব মিলিয়ে মোট ৭৪ ঘণ্টা। এ জন্য খাইবার পাখতুনখোয়া প্রদেশের সরকারকে ১ কোটি পাক রুপি দেওয়ার কথা ছিল পিটিআইয়ের। কিন্তু ন্যাব কর্তাদের দাবি, ইমরানের দল দিয়েছে ২০ লক্ষ পাক রুপি। এ নিয়ে তথ্য-প্রমাণও আছে তাঁদের হাতে। এর আগে ১১ জুলাই ইমরানকে সমন পাঠিয়েছিল পাকিস্তানের এই দুর্নীতি দমন সংস্থা। কিন্তু সামনে ভোট বলে সে বার আসতে পারেননি পিটিআই-প্রধান।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement