NATO Warns Russia

রাশিয়ার সঙ্গে বাণিজ্য চালিয়ে গেলে ফল ভুগতে হবে! ট্রাম্পের পর একই সুরে ভারত-সহ তিন দেশকে কড়া হুঁশিয়ারি নেটোর

মঙ্গলবার রাশিয়া এবং তার বাণিজ্যিক অংশীদারদের উপর ব্যাপক শুল্ক আরোপের হুমকি দিয়েছিলেন ট্রাম্প। কিভের সঙ্গে শান্তি সমঝোতায় আসতে মস্কোকে ৫০ দিন সময়ও দিয়েছিলেন তিনি। সেই হুঁশিয়ারির এক দিন পর নেটো মহাসচিবের এই মন্তব্য প্রকাশ্যে এল।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৬ জুলাই ২০২৫ ০৯:২৮
Share:

নেটোর মহাসচিব মার্ক রাট। ছবি: রয়টার্স।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কিছু দিন আগে বলেছিলেন, রাশিয়া যদি ৫০ দিনের মধ্যে ইউক্রেনের সঙ্গে শান্তি সমঝোতায় পৌঁছোতে রাজি না হয়, তা হলে রাশিয়া ও তার বাণিজ্যিক বন্ধু দেশগুলির উপর ১০০ শতাংশ শুল্ক আরোপ করা হবে। তার এক দিন যেতে না যেতেই এ বার ভারত-সহ তিন দেশকে ট্রাম্পের সুরে একই রকম হুঁশিয়ারি দিলেন আমেরিকার নেতৃত্বাধীন সামরিক জোট নেটোর মহাসচিব মার্ক রাট!

Advertisement

মার্কিন সেনেটরদের সঙ্গে বৈঠকের পর বুধবার সরাসরি ভারতের নাম উল্লেখ করেই ট্রাম্পের হুঁশিয়ারির পুনরাবৃত্তি করেছেন মার্ক। পাশাপাশি, ব্রাজ়িল এবং চিনকেও সতর্ক করে নেটোর মহাসচিব জানিয়ে দেন, রাশিয়ার সঙ্গে বাণিজ্য চালিয়ে গেলে তাদের ‘কঠোর অর্থনৈতিক শাস্তি’র মুখে পড়তে হতে পারে। রাট বলেন, ‘‘আপনি যদি চিনের প্রেসিডেন্ট, ভারতের প্রধানমন্ত্রী কিংবা ব্রাজ়িলের প্রেসিডেন্ট হন, এবং নিষেধ সত্ত্বেও রাশিয়ার সঙ্গে বাণিজ্য চালিয়ে যান, তাদের থেকে তেল ও গ্যাস কিনতে থাকেন, তা হলে কী হতে পারে আপনি জানেন! মস্কোয় বসে থাকা ব্যক্তি যদি শান্তি আলোচনাকে গুরুত্ব সহকারে না নেন, তা হলে আপনাদের উপরেও ১০০ শতাংশ শুল্ক আরোপ করা হবে।’’

এর পরেই তিন দেশের নেতাদের শান্তি আলোচনার বিষয়ে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে ‘চাপ দেওয়ার’ আহ্বান জানান রাট। তিনি বলেন, ‘‘ রাশিয়ার প্রেসিডেন্টকে ফোন করুন এবং তাঁকে বলুন, শান্তি আলোচনার বিষয়ে গুরুত্ব সহকারে কাজ করতে হবে।’’

Advertisement

এর আগে মঙ্গলবারই রাশিয়া এবং তার বাণিজ্যিক অংশীদারদের উপর ব্যাপক শুল্ক আরোপের হুমকি দিয়েছিলেন ট্রাম্প। কিভের সঙ্গে শান্তি সমঝোতায় আসার জন্য মস্কোকে ৫০ দিন সময় দিয়েছিলেন তিনি। পাশাপাশি, ইউক্রেনের জন্য নতুন সামরিক সহায়তাও ঘোষণা করেছিলেন মার্কিন প্রেসিডেন্ট। সেই হুঁশিয়ারির এক দিন পরেই নেটোর মহাসচিবের এই মন্তব্য। সোমবার নেটোর মহাসচিব রাটের সঙ্গে বৈঠকও করেন ট্রাম্প। সেখানে তিন বছর ধরে চলে আসা রুশ-ইউক্রেন যুদ্ধ পরিস্থিতি নিয়ে আলোচনা হয় তাঁদের।

প্রসঙ্গত, ভারতের প্রয়োজনীয় তেলের ৮০ শতাংশেরও বেশি আসে বাইরে থেকে। গত কয়েক বছর ধরে তেল আমদানির জন্য মস্কোর দিকে ঝুঁকেছে নয়াদিল্লি। ২০২৩ সালের পরিসংখ্যান অনুযায়ী, রাশিয়া থেকে ভারত ৩৫ শতাংশ অপরিশোধিত তেল আমদানি করেছে। সম্প্রতি ইরান-ইজ়রায়েল সংঘর্ষের আবহে বিশ্বের জ্বালানির বাজারে অস্থিরতা তৈরি হওয়ায় রাশিয়ার থেকে তেল আমদানি আরও বাড়িয়েছে ভারত। বাণিজ্যিক জাহাজের পরিসংখ্যান বিশ্লেষণকারী সংস্থা ‘কেপলার’-এর তথ্য অনুসারে, গত জুন মাসেই রাশিয়া থেকে দৈনিক ২০.৮ লক্ষ ব্যারেল তেল আমদানি করেছে ভারতের শোধনাগারগুলি। সেই আবহে ভারতকে হুঁশিয়ারি দিল নেটো।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement